বেনাপোলে মটর সাইকেল চালক নিহত
বেনাপোল থেকে এনামুল হক:
বেনাপোল স্থলবন্দরের রপ্তানি টার্মিনালের সম্মুখে সড়ক দুর্ঘটনায় এক মটর সাইকেল চালক ভারতীয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। নিহত মটর সাইকেল চালকে নাম হাসান আল-মামুন(২৫)। সে যশোর জেলার ঝিকরগাছা থানার হাজারীবাগ গ্রামের মশিয়ার রহমানের ছেলে। ঘটনাটি ঘটেছে শনিবার(৩০ মে) বিকাল ৪টার সময়।
বেনাপোল পোর্টথানা জানা গেছে, ভারত হতে আমদানিকৃত পন্য নিয়ে ডব্লিউ বি ৪১-৫৬৮৬ ভারতীয় ট্রাকটি বেনাপোল স্থলবন্দরের ২২নং শেডে পন্য সামগ্রী আনলোড করে ভারতে প্রবেশের সময় মটর সাইকেল চালক হাসান আল-মামুনকে চাপা দেয়। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজনের সহযোগিতায় নাভারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের ডাঃ নিজাম উদ্দিন তাকে মৃত ঘোষনা করেন। ঘাতক ট্রাক ও চালক বিকাশ মন্ডলকে পুলিশ আটক করেছে। আটক বিকাশ মন্ডল ভারতের উত্তর ২৪ পরগনার মুুর্শিদাবাদ গ্রামের হারাধনের পুত্র।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।