তিন দফা দাবি আদায়ের লক্ষে অবস্থান ধর্মঘট
মুন্সীগঞ্জ: আজ সোমবার বেলা ১১টায় মুন্সীগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের সামনে তিন দফা দাবি আদায়ের লক্ষে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করে মুন্সীগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদার সমিতি।
এসময় সড়ক ও জনপদের কর্মকর্তা- কর্মচারীদের অফিসে ডুকতে বাঁধা দেয় সড়ক ও জনপদ ঠিকাদার সমিতির নেতা কর্মীরা। পরে তারা অফিসে ডুকতে না পেরে অফিসের সামনে অবস্থান নিয়ে বসে থাকেন ।
ঠিকাদার সমিতির নেতা মো. জাফর সাদেক আমিন পাভেল জানান, রক্ষনাবেক্ষন খাতসহ সকল পাওনা পরিশোধ করা, রক্ষানাবেক্ষন খাতের বিল পরিশোধের উপর পি,পি,আর, বর্হিভূত মন্ত্রণালয় থেকে আরোপিত কালো শর্ত বাতিল ও সব খাতের দরপত্র ৫০% ইজিপি ও ৫০% এল,টি,এম পদ্ধতিতে আহবান করতে হবে-এমন দাবি নিয়ে আমাদের আন্দলোন চলছে।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।