ভারত-বাংলাদেশ সৌহাদ্য যাত্রা শুরু
বেনাপোল থেকে এনামুল হক
কলিকাতা-ঢাকা- আগরতলা সরাসরি বেনাপোল স্থলপথে যাত্রিবাহী বাস চলাচল শুরু হচ্ছে।
এই যাত্রা উপলক্ষে আজ দুপুর ২টায় বেনাপোল স্থলপথে ভারত থেকে ছেড়ে আসা কলিকাতা-ঢাকা-আগরতলা সৌহাদ্য পরিবহনে ভারতীয় ৬ সদস্যের একটি পর্যবেক্ষণ দল বাংলাদেশে প্রবেশ করেন।
এরা হচ্ছেন ভারতের যোগাযোগ মন্ত্রণালয়ের প্রিন্সিপাল সেক্রেটারী আলমন্দো ভট্টাচার্য, ডব্লিউ,বি,এস,টি,সি টার্মিনাল ম্যানেজার শংকর ভট্টাচার্য, ডেপুটি ম্যানেজার অরূপ দত্ত, সৌহাদ্য পরিবহনের সত্তাধিকারী অগ্নি কুমার ঘোষ লিয়াজু ম্যানটনকারী জিতেন্দ্রনাথ দত্ত। এসময় ভারতীয় এই পর্যবেক্ষণ প্রতিনিধিদেরকে ফুলের শুভেচ্ছা জানান, বাংলাদেশ যোগাযোগ মন্ত্রনালয়ের যুগ্নসচিব মাজহারুল ইসলাম, যশোর জেলা প্রশাসক ডাঃ হুমায়ন কবীর, পুলিশ সুপার আনিছুর রহমান, বেনাপোল চেকপোষ্ট পুলিশ ইমিগ্রেশনের ওসি আসলাম খান, কাস্টমস সুপারেনডেন্ট উত্তম কুমার প্রমুখ। ভারতীয় উক্ত প্রতিনিধি দলটি আামী ৫ই জানুয়ারী নিজ দেশে প্রবেশ করবেন বলে জানা গেছে।