মঙ্গলবার, ২ জুন ২০১৫
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ » বিশ্বের অর্থব্যবস্থায় অচল অবস্থা বিরাজ করছে: ড. ইউনূস
বিশ্বের অর্থব্যবস্থায় অচল অবস্থা বিরাজ করছে: ড. ইউনূস
ঢাকা: দায়িত্বশীলতার সাথে বাঁচতে হলে মনে রাখতে হবে আমি কতটা সম্পদ ভোগ করছি আর ভবিষ্যৎ প্রজন্ম কতটা ভোগ করতে পারবে। ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণের কথা মাথায় রেখেই অর্থনীতি ও অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। আর তাতেই শান্তি নিহিত রয়েছে বলে মনে করেন নবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘স্যোসাল বিজনেস অ্যাকাডেমিক সেল’ আয়োজিত স্যোসাল বিজনেস অ্যাকাডেমিয়া-২০১৫ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ সকল কথা বলেন।
তিনি বলেন, বর্তমান বিশ্বে তাত্ত্বিকভাবে যে অর্থনৈতিক কাঠামো চালু রয়েছে তাতে অচল অবস্থা দেখা দিয়েছে। পরিবর্তনশীল বিশ্বে এই অর্থনৈতিক কাঠামো আর চলতে পারে না।
কারণ এ ব্যবস্থা টেকসই নয়। এ ছাড়া বর্তমান জীবনব্যবস্থার সাথেও তা সামঞ্জস্যপূর্ণ নয়। এই অচলায়তন অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে নতুন অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেটা হলো সামাজিক ব্যবসায়।
সম্মেলনে বিশেষ অতিথি হেলথব্রিজের কান্ট্রি ডিরেক্টর দেবরা ইফরমসন বলেন, আমরা নিজেরা কাজ করে নিজেদের উন্নয়ন করব কারো ওপর নির্ভর করব না।
সেভাবে আত্ম উন্নয়ন হলে সমাজের উন্নয়ন হবে। তিনি নারীর সামাজিক উন্নয়ন বিষয়ে তার পরিচালিত একটি ভিডিওচিত্র কনফারেন্সে প্রদর্শন করেন।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা: এস কাদির পাটোয়ারীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কে এম মোহসীন, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মইনুল ইসলামসহ প্রমুখ।