শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

Daily Pokkhokal
মঙ্গলবার, ২ জুন ২০১৫
প্রথম পাতা » অর্থনীতি » ৭২৭ জনকে বাংলাদেশে ‘ঠেলে দিচ্ছে’ মিয়ানমার
প্রথম পাতা » অর্থনীতি » ৭২৭ জনকে বাংলাদেশে ‘ঠেলে দিচ্ছে’ মিয়ানমার
২৩৬ বার পঠিত
মঙ্গলবার, ২ জুন ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৭২৭ জনকে বাংলাদেশে ‘ঠেলে দিচ্ছে’ মিয়ানমার


---
পক্ষকাল ডেস্কঃ

মিয়ানমারের তথ্যমন্ত্রী ও প্রেসিডেন্টের মুখপাত্র ইয়ে হুতুতকে উদ্ধৃত করে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার আন্দামান সাগরে আটক ওই নৌকার আরোহীরা ‘বাংলাদেশে যেতে চান, মিয়ানমারে নয়’।

“মিয়ানমারের নৌবাহিনী তাদের সঙ্গে করে বাংলাদেশের জলসীমায় নিয়ে যাবে। নৌকার আরোহীদের সঙ্গে পানি ও খাবারও দিয়ে দেওয়া হবে। এটা তাদের ইচ্ছাতেই করা হচ্ছে।”

তবে ওই নৌকার আরোহীরা কোন দেশের নাগরিক সে বিষয়ে কোনো মন্তব্য করেননি মিয়ানমারের মন্ত্রী।

গত শুক্রবার মিয়ানমারের দক্ষিণ উপকূলে ওই নৌকাটি আটকের পর দেশটির সরকার আরোহীদের ‘বাঙালি’ বলে দাবি করে।

এর আগে মিয়ানমার আরেকটি নৌকা থেকে প্রায় ২০০ জনকে উদ্ধারের পর তাদের বাংলাদেশি বলে দাবি করে, যদিও তারা রোহিঙ্গাদের আড়াল করে আরোহীদের বাংলাদেশি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বলে রয়টার্সের এক অনুসন্ধানে উঠে আসে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)