শুক্রবার, ৫ জুন ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » আকবর আলী মর্জি উচ্চ বিদ্যালয় রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান
আকবর আলী মর্জি উচ্চ বিদ্যালয় রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান
রাজবাড়ী থেকে শহীদুল ইসলাম হিরনঃ এ বছরে মাধ্যমিক(ঝঝঈ) পরীক্ষায় রাজবাড়ী জেলা সদরের বসন্তপুর উদয়পুরের বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আকবর আলী মর্জি উচ্চ বিদ্যালয়ের অংশগ্রহণ কারী শিক্ষার্থীরা শতভাগ পাশ করায় স্কুলটি শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। এ আনন্দে উদ্বেলিত এলাকা বাসি, খুশীর এ সংবাদ শোনার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানে ছুটেযান স্কুলের প্রতিষ্ঠাতা দানবীর, বিশিষ্ঠ সমাজ সেবক বীরমুক্তিযোদ্ধা রাজবাড়ী জেলা পরিষদ প্রশাসক আলহাজ আকবর আলী মর্জি। এ সময় স্কুল ম্যানেজিং কমিটির সকল সদস্য, শিক্ষক, কর্মচারীসহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ উপলক্ষ্যে ১জুন সোমবার বিকেলে স্কুল প্রাঙ্গনে এলাকার সুধিজন, কৃতি ছাত্র-ছাত্রী, ম্যানেজিং কমিটির কর্মকর্তাগণ, শিক্ষক, কর্মচারীসহ কয়েক শতাধিক লোকের উপস্থিতে এক মত বিনিময় ও আনন্দ সভা অনুষ্ঠিত হয়।এ সময় স্কুলের প্রতিষ্ঠাতা আলহাজ আকবর আলী মর্জি উপস্থিত সবাইকে মিষ্টি বিতরণ ও ম্যানেজিং কমিটির সকল সদস্য, শিক্ষক, কর্মচারী ও কৃতি শিক্ষার্থীদের নগত অর্থ সম্মানী প্রদান করেন।
পাট অধিদপ্তরে সাবেক সহকারী পরিচালক মো:মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় উল্লেখিত ব্যাক্তিবর্গ ছাড়াও এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা আলহাজ আকবর আলী মর্জির সহ-ধর্মীনি দেলোয়ারা মর্জি, পুত্র ডা: আসিফ আকবর নিবীর, একমাত্র কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুড ্এ- নিউট্রেশন বিভাগের কৃতি ছাত্রী শামসুন্নাহার বৃষ্টি ও তার জামাতা উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভার সার্বিক দায়িত্বে স্কুলের প্রধান শিক্ষক কল্পনা রানী বৈদ্য। তিনি জানান এবারের পরীক্ষায় আমাদের প্রতিষ্ঠান থেকে মোট ৬১ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে তার মধ্যে ১ জন (অ+) ৮জন (অ) গ্রেটসহ বাকি সবাই পাশ করার সৌভাগ্য অর্জন করে।