বেশীরভাগ শিক্ষার্থীর মাথায় গুলি করা হয়
পক্ষকাল ডেস্ক
পাকিস্তানের পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে হতাহতদের বেশীরভাগকেই মাথায় গুলি করেছে তালেবানরা। মূলত হত্যা নিশ্চিত করতেই মাথা লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে ধারণা করা হচ্ছে। খবর ডন নিউজের।
লেডি রিডিং হাসপাতালে পরিদর্শন শেষে খাইবার প্রদেশের তথ্যমন্ত্রী মুশতাক আহমেদ গনি বলেন, ‘বেশীরভাগ শিক্ষার্থীর মাথায় গুলি লেগেছে।’
তিনি জানান, বেশীরভাগ হতাহতকে সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল) নেওয়া হয়েছে। লেডি রিডিং হাসপাতালে ৩০ জনকে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
গনি জানান, আহতদের মধ্যে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
উপস্থিত এক সাংবাদিক জানিয়েছেন, তিনি সিএমএইচে ১৭টি দেহ নিতে দেখেছেন। তাদের সকলেরই মাথায় গুলি লেগেছে।
- See more at: http://www.thereport24.com/article/75581/index.html#sthash.cOwATAcG.dpuf
পাকিস্তানের পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে হতাহতদের বেশীরভাগকেই মাথায় গুলি করেছে তালেবানরা। মূলত হত্যা নিশ্চিত করতেই মাথা লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে ধারণা করা হচ্ছে। খবর ডন নিউজের।
লেডি রিডিং হাসপাতালে পরিদর্শন শেষে খাইবার প্রদেশের তথ্যমন্ত্রী মুশতাক আহমেদ গনি বলেন, ‘বেশীরভাগ শিক্ষার্থীর মাথায় গুলি লেগেছে।’
তিনি জানান, বেশীরভাগ হতাহতকে সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল) নেওয়া হয়েছে। লেডি রিডিং হাসপাতালে ৩০ জনকে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
গনি জানান, আহতদের মধ্যে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
উপস্থিত এক সাংবাদিক জানিয়েছেন, তিনি সিএমএইচে ১৭টি দেহ নিতে দেখেছেন। তাদের সকলেরই মাথায় গুলি লেগেছে।শিক্ষার্থীরা জানায়, স্কুলের নিকটস্থ কবরস্থানের পাশ দিয়ে দেয়াল টপকে অস্ত্রধারীরা প্রবেশ করে। তারা গুলি ছুড়তে ছুড়তে শ্রেণীকক্ষ ও অডিটোরিয়ামের দিকে আসতে থাকে। কাছাকাছি আসার পর তারা শিক্ষার্থীদের মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে।
এদিকে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী পারভেজ খাত্তাক নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি ও আহতদের পরিবারকে ২ লাখ রুপি করে সহায়তার ঘোষণা দিয়েছেন।