রবিবার, ৭ জুন ২০১৫
প্রথম পাতা » » প্রচ্ছদ রাজনীতি খালেদা-মোদি একান্ত বৈঠক, আলোচনায় গণতন্ত্র
প্রচ্ছদ রাজনীতি খালেদা-মোদি একান্ত বৈঠক, আলোচনায় গণতন্ত্র
ঢাকা: বাংলাদেশে গণতন্ত্রের অনুপস্থিতি এবং জনগণের বাকস্বাধীনতা ও ভোটাধিকার নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কথা হয়েছে।
রবিবার বিকেল ৫টার দিকে হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত বৈঠকে শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান সাংবাদিকদের এ কথা বলেন।
এর আগে বিকেল ৪টায় শুরু হওয়া ৫০ মিনিটের বৈঠকের এক পর্যায়ে নরেন্দ্র মোদি এবং খালেদা জিয়া ১৫ মিনিট একান্তে বৈঠক করেন বলেও জানান তিনি।
বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে অন্যদের মধ্যে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, নজরুল ইসলাম খান এবং চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহউদ্দিন আহমেদ।