বৃহস্পতিবার, ১১ জুন ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » দিনাজপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ ও পুরস্কার বিতরণ
দিনাজপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ ও পুরস্কার বিতরণ
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র উপ-পরিচালক একেএম জিয়াউল আলম বলেন, মানব সম্পদ উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বলয়ে এ বাহিনী কাজ করে যাচ্ছে। সরকারের গুরুত্বপূর্ণ যেমন রেলপথ, রাস্তাঘাট, যোগাযোগসহ সামাজিক নিরাপত্তা পালনে এ বাহিনী প্রশংসার দাবীদার। সরকার এ বাহিনীকে আরো সু-সংগঠিত করতে তাদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহণ করেছে। এজন্য তিনি এ বাহিনীর সদস্যদের বেশী বেশী করে প্রশিক্ষন নিয়ে সুবিধা গ্রহণের আহবান জানান।
বুধবার (১০ জুন) সকালে সদর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আঞ্চলিক প্রশিক্ষন কেন্দ্রে অনুষ্ঠিত সমাবেশ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিরাজুল মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. এম.এ জলিল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শফিকুল আলম, পার্বতীপুর উপজেলা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সামসুল আলম, দলনেত্রী গীতা রানী রায় প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে প্রতিবেদন পাঠ করেন ইউপি লিডার আব্দুল হামিদ। অনুষ্ঠান উপস্থাপনা করেন সদর সার্কেল তৌহিদুজ্জামান। শেষে দক্ষতা বৃদ্ধির উপরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীদের মাঝে সাইকেল, সেলাই মেশিন, ছাতা ও ভাতা বিতরণ করা হয়।