‘প্লট পাবেন সংসদ সদস্যরা’
পক্ষকাল প্রতিবেদক : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ‘সংসদ সদস্যদের মধ্যে অনেকেরই ঢাকায় বাড়ি নেই। তারা চাইলে আমাদের এ্যাপার্টমেন্ট (ফ্ল্যাট) আছে, ফ্ল্যাট নিতে পারেন। কেউ যদি প্লট চান তাও দেওয়া হবে।
দশম সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনে বৃহস্পতিবার প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, আমরা ৭ একর ভূমি অধিগ্রহণ করার ব্যবস্থা নিয়েছি। সেখানে অনেক প্লট হবে, এমপিরা চাইলে নিতে পারবেন। বিশেষ করে যাদের কোনো প্লট নেই।
মন্ত্রী বলেন, আমরা ৫০ হাজার এ্যাপার্টমেন্ট করছি। মিরপুরে এক হাজার এ্যাপার্টমেন্ট করা হয়েছে। এর মধ্যে ৮০০ এ্যাপার্টমেন্ট ইতোমধ্যে বিক্রি করা হয়েছে। সরকার সবার জন্য আবাসন সুবিধা নিশ্চিত করতে স্বল্প আয়ের লোকদের জন্যও এ্যাপার্টমেন্টের ব্যবস্থা করেছে। প্রতিদিন ৩০০ টাকা করে দিলে কিস্তিতে একটি এ্যাপার্টমেন্টের মালিক হবে স্বল্প আয়ের একজন মানুষ। ২০ বছর পর এই এ্যাপার্টমেন্ট বুঝিয়ে দেওয়া হবে।