শনিবার, ১৩ জুন ২০১৫
প্রথম পাতা » জেলার খবর | ব্যাংক-বীমা » দিনাজপুরে রূপালী ব্যাংকের মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা
দিনাজপুরে রূপালী ব্যাংকের মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরে রুপালী ব্যাংক লিমিটেডের আয়োজনে ‘মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন’ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) সকাল ১০টায় শহরের মালদহপট্টিস্থ দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র অডিটোরিয়ামে ‘মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন’ প্রতিরোধ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও বিএফআইইউ’র অপারেশনাল হেড মোঃ নাসিরুজ্জামান।
রূপালী ব্যাংক লিমিটেড দিনাজপুর অঞ্চলের আয়োজনে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিএফআইইউ’র ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আবু জাফর, বিএফআইইউ’র জয়েন্ট ডিরেক্টর একেএম গোলাম মাহমুদ, রূপালী ব্যাংক প্রধান কার্যালয়ের এ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার বিপ্লব ঘোষ। স্বাগত বক্তব্য ও সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক লিমিটেড রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ কাইসুল হক। সঞ্চালনা করেন দিনাজপুর ওয়ার্ক স্টেশনের প্রিন্সিপাল অফিসার পবিত্র কুমার রায়।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের ৫টি শাখার অফিসারবৃন্দ ফুল দিয়ে বরণ করেন। দিনব্যাপী কর্মশালায় রূপালী ব্যাংক লিমিটেড দিনাজপুর অঞ্চলের ৩৩টি শাখার ৬০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।