লক্ষ্মীপুর শীর্ষ সন্ত্রাসী মাসুম বিল্লা
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে পুলিশের তালিকা ভূক্ত শীর্ষ সন্ত্রাসী মাসুম বিল্লা ওরফে লাদেন মাসুম গুম না কি খুন? নাটক নাকি আটকএ নিয়ে লক্ষ্মীপুর বাসীর মধ্যে একটি প্রশ্ন দাড়ালো। গত ১২ জুন শুক্রবার থেকে আজ ১৫ জুন সোমবার পর্যন্ত তার কোন সঠিকস সন্ধান না পাওয়ায় সাধারন মানুষের মধ্যে একটি আলোড়ন সৃষ্টি হয়েছে। সন্ত্রাসী মাসুম নিহত নাকি আটক? অনেকে আবার বলে আত্মগোপনে রয়েছে নাকি জীবন বাঁচাতে বিদেশে পাড়ি দিয়েছে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও এখনও পর্যন্ত নিশ্চিত হতে পারেনি মাসুম বিল্লা কোথায় রয়েছে। মাসুম বিল্লা সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর ও পূর্ব অঞ্চলের একজন চিহ্নিত সন্ত্রাসী ও পুলিশের তালিকা ভূক্ত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। মাসুম বিল্লার গ্রামের বাড়ী লক্ষ্মীপুর পৌর শহরের ১২ নং ওয়ার্ড লাহার কান্দি দমধমা দিঘির পাড়ে মাওলানা হাফিজ উল্যার ছেলে।
মাসুমের সর্ম্পকে তার বাবা হাফিজ উল্যার সাথে কথা বললে তিনি জানান মানুষের মুখে মুখে শুনি মাসুম নাকি আটক হয়েছে। মাসুম এ সন্ত্রাসী কর্মকান্ড করার কারনে ১৫ থেকে ১৮ বছর পর্যন্ত তার সাথে আমাদের পরিবারের কোন সম্পর্ক নাই এবং বিচ্ছিন্ন রয়েছে। বহুবার চেষ্টা করেছি তাকে এ পথ থেকে পিরে আনার জন্য কিন্তু সে কিছুতে না পেরায় এক পর্যায়ে তাকে পরিবার থেকে ত্যাজ্য করে দিয়েছি।