সোমবার, ১৫ জুন ২০১৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » লন্ডন বিএনপির বিক্ষোভে প্রধানমন্ত্রীর ক্ষোভ
লন্ডন বিএনপির বিক্ষোভে প্রধানমন্ত্রীর ক্ষোভ
লন্ডন, ১৫ জুন:ছয় দিনের ব্যক্তিগত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন যুক্তরাজ্যে অবস্থান করছেন। সেখানে তার আগমনে লন্ডন বিএনপির নেতারা বিক্ষোভ প্রকাশ করেছে। তার গাড়িবহরকে লক্ষ্য করে জুতা ও ডিম নিক্ষেপ করেছে তারা। আর তাদের এই বিক্ষোভে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল রোববার যুক্তরাজ্যের লন্ডনে পিকাডেলির পার্ক লেন হোটেলে এক সংবর্ধনায় বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দেন। যুক্তরাজ্য আওয়ামী লীগ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। মূলত ভারতের সঙ্গে স্থল সীমান্ত চুক্তি সংক্রান্ত সাফল্যের জন্য এ সংবর্ধনা দেয়া হলো শেখ হাসিনাকে।
শেখ হাসিনা তার বক্তব্যে বলেন, আমার বিরুদ্ধে ডেমোনস্ট্রেশন (বিক্ষোভ) কীসের জন্য? স্থলসীমানা চুক্তি বাস্তবায়ন করেছি তার প্রতিবাদে? সমুদ্রসীমা অর্জন করেছি তার প্রতিবাদে? লন্ডনে বসে অপমান করবে, সেটা হবে না।
তিনি বলেন, খালেদা জিয়া ভারতের প্রধানমনন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে গিয়ে হাত জোড় করে বসে থেকে কী অর্জন করলেন, বিএনপি জ্বালাও-পোড়াওয়ের আন্দোলন করে দেশের দুই শতাধিক মানুষ হত্যা করে কী অর্জন করলো? কী লাভ হলো দেশের?’
শেখ হাসিনা বলেন, আপনাদের কাছ থেকে এত বেশি প্রশংসা পাওয়ার যোগ্যতা আমার নেই। আমার পরিচয় আমি জাতির পিতার কন্যা, আমার বাবার অসমাপ্ত কাজ শেষ করাই আমার লক্ষ্য। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। অনেক বাঁধা আসবে। সেই প্রতিকূলতা ঠেলেই এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মুহাম্মদ শরীফ।