বুধবার, ১৭ জুন ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » দিনাজপুরে উপজেলা সংরক্ষিত আসনে ক্ষমতাসীন দলের মহিলা সদস্যরাই নির্বাচিত
দিনাজপুরে উপজেলা সংরক্ষিত আসনে ক্ষমতাসীন দলের মহিলা সদস্যরাই নির্বাচিত
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপরে ১৩টি উপজেলার সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে অধিকাংশ আসনেই ক্ষমতাসীন দলের মহিলা সদস্যরা নির্বাচিত হয়েছেন। স্থানীয় সংসদ সদস্যরা আগে ভাগে তাদের মনোনীত মহিলা সদস্যদের বাচাই করে দলীয় অন্যান্য প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার অথবা সরে দাড়িয়ে দলীয় একজন প্রার্থীকেই সাপোর্ট দিয়েছেন। এ কারণে অধিকাংশ আসনে ক্ষমতাসীন দলের সদস্যরাই নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৫ জুন) সকাল ৮ থেকে ভোট গ্রহণ শুরু হয়ে। দুপুর দুপুর ২টায় শেষ হয়। নির্বাচনে ভোটার ছিলেন বিভিন্ন পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যরা।
দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এসএম নুরুজ্জামান জানান, সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে নির্বাচিতরা হলেন, বীরগঞ্জ উপজেলার ১নং আসনে জোসৎনা বেগম, ২নং আসনে নার্গিস বেগম ৩নং আসনে আঞ্জুমান আরা খাতুন ও ৪নং আসনে সাবিনা ইয়াসমিন।
কাহারোল উপজেলার ১নং আসনে ডোলমনি ও ২নং আসনে মিরা মাহবুুব। বিরল উপজেলার ১নং আসনে মনোয়ারা বেগম, ২নং আসনে মাহফুজা বেগম, ৩নং আসনে দেলোয়ারা খাতুন এবং ৪নং আসনে আনজুয়ারা বেগম। বোচাগঞ্জ উপজেলার ১নং আসনে ফাতেমা বেগম ও ২নং আসনে রাহেনা খাতুন।
সদর উপজেলার ১নং আসনে কুলসুম বানু, ২নং আসনে মুক্তা বেগম, ৩নং আসনে নাসিমা বেগম ও ৪নং আসনে মমতাজ বেগম।
খানসামা উপজেলার ১নং আসনে দু’জন সমান ভোট পাওয়ায় পর্ববর্তীতে আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে। ২নং আসনে নির্বাচিত হয়েছেন নুর নাহার।
চিরিরবন্দর উপজেলার ১আসনে মোমেনা বেগম, ২নং আসনে সুফিয়া বেগম, ৩নং আসনে মোস্তারিনা বেগম ও ৪নং আসনে, শরিফা বেগম।
পার্বতীপুর উপজেলার ১নং আসনে নাসিমা খাতুন, ২নং আসনে মাহিয়া বেগম, ৩নং আসনে জাকিয়া বেগম ও ৪নং আসনে মালেকা জামাল।
ফুলবাড়ী উপজেলার ১নং আসনে শাহনাজ পারভীন, ২নং আসনে দেলবাহার খাতুন ও ৩নং আসনে রোকসানা বেগম।
বিরামপুর উপজেলার ১নং আসনে বুলবুলি বেগম, ২নং আসনে নার্গিস পারভীন এবং ৩নং আসনে রেহেনা পারভীন।
নবাবগঞ্জ উপজেলার ১নং আসনে মরিয়ম বেগম, ২নং আসনে রাজিয়া খাতুন এবং ৩নং আসনে সাবিনা ইয়াসমিন।
ঘোড়াঘাট উপজেলার ১নং আসনে শিরিন বেগম ও ২নং আসনে ফেরদৌসি বেগম এবং হাকিমপুর উপজেলা একটি আসনে দুই প্রার্থী সমান ভোট পেয়েছেন। তা পরবর্তীতে আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে।