নভেম্বরের পর বাংলাদেশকে কঁটাতারে ঘিরে ফেলবে ভারত
পক্ষকাল ডেস্কঃ স্থল সীমান্ত চুক্তির পর এখন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সীমান্তের পুরোটাই কাঁটাতারের বেড়ায় ঘিরে দিতে চায়। বৃহস্পতিবার কলকাতার আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।
‘সীমান্ত-বিবাদ অতীত হচ্ছে, আশায় দুই দেশ’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় গিয়ে শেখ হাসিনার সঙ্গে স্থলসীমা চুক্তিতে স্বাক্ষর করে এসেছেন। এর পরে ছিটমহলগুলো হস্তান্তরের মাধ্যমে তা বাস্তবায়ন হবে। সেই কাজে সমন্বয়ের জন্য মঙ্গলবার কলকাতায় বৈঠকে বসেছিলেন ভারত ও বাংলাদেশের প্রতিনিধিরা। ভূখণ্ড হস্তান্তরের পাশাপাশি নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাসিন্দাদের পুনর্বাসন পর্ব শেষ করার ওপর জোর দেয়া হয়েছে এই বৈঠকে। বাংলাদেশের এক অফিসারের কথায়- নভেম্বরের পরে স্থলসীমান্ত নিয়ে আর কোনো বিভ্রান্তি ও মন কষাকষি থাকছে না দুই দেশের মধ্যে। আর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসারেরা জানাচ্ছেন, এই বিবাদের অবসান ঘটানোর পর বাংলাদেশ সীমান্তের পুরোটাই কাঁটাতারের বেড়ায় বাঁধতে চায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যাতে অনুপ্রবেশ ও চোরাচালান স্থায়ীভাবে বন্ধ করা যায়।