সিলগালা ৫০ হাজার টাকা জরিমানা
চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহর পৌর শহরের নাড়িকেল পাড়ায় অবস্থিত ‘চাটমোহর ক্যাবল নেটওয়ার্ক’র অফিস সিলগালা ও বৈধ কাগজপত্র না থাকায় প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গত বুধবার সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান ‘চাটমোহর ক্যাবল নেটওয়ার্ক’ এর অফিসে অভিযান চালিয়ে প্রচারনার লাইসেন্স, ফিড লাইসেন্স ও কোন রেজিষ্ট্রার না থাকায় প্রতিষ্ঠানটির মালিক খন্দকার ইবনে বোরহানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং অফিসটি সিলগালা করে দেন।
একটি সূত্র জানায়, স্থানীয় একটি ক্যাবল নেটওয়ার্ক প্রতিষ্ঠান ‘চাটমোহর ক্যাবল নেটওয়ার্কের’ বৈধতার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করলে ইউএনও এই ভ্রাম্যমান আদালত পরিচালনার নির্দেশ দেন।
উল্লেখ্য বৈধ ক্যাবল ব্যবসার ব্যবসায়ীগণ সরকারের যাবতীয় ক্যাবল টিভির নীতিমালা মেনে, ট্রেড লাইসেন্স, ভ্যাট, আয়কর বিটিভি লাইসেন্স সরকার কর্তৃক মনোনীত ডিসষ্ট্রিবিউটরের কাছ থেকে প্রতি মাসে অর্থ দিয়ে বৈধভাবে গ্রাহক সেবা পরিচালনা করে আসছে। চাটমোহর ক্যাবল নেটওয়ার্ক কোন বৈধ কাগজপত্র ছাড়াই ব্যবসা করছিল মর্মে অভিযোগ।