শুক্রবার, ২৪ জুলাই ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » ডিসেম্বরে ঢাকা-মাওয়া মহাসড়ক চার লেনের কাজ শুরু সেতু মন্ত্রী
ডিসেম্বরে ঢাকা-মাওয়া মহাসড়ক চার লেনের কাজ শুরু সেতু মন্ত্রী
জেলা প্রতিনিধিঃ
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা-মাওয়া মহাসড়ককে চার লেনে উন্নীত করা হবে। আগামী ডিসেম্বর মাসে ঢাকা-মাওয়া মহাসড়ক চার লেনের কাজ শুরু করা হবে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মহাসড়কের সিরাজদিখানের চালতিপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, মহাসড়কগুলোতে সড়ক দুর্ঘটনা রোধে আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যাটারি চালিত অটোরিক্সা, সিএনজি স্কুটার, লেগুনা, নসিমনসহ সকল ছোট ছোট যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনার সংখ্যা আগের চেয়ে কম হলেও প্রাণহানির ঘটনা বৃদ্ধি পেয়েছে। তবে এ পরিস্থিতির উন্নতির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, মুন্সীগঞ্জের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, সড়ক পরিবহন ও সেতু বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ায় পদ্মা সেতু প্রকল্পের কাজ পরিদর্শন করতে যান।