ইসির কাছে অতিরিক্ত সময় চেয়েছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক : আয়-ব্যয়ের হিসাব দাখিল করতে অতিরিক্ত দেড় মাস সময় চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে বিএনপি।
মঙ্গলবার দুপুরে বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীনের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সচিব সিরাজুল ইসলামের কাছে এ আবেদন করেন। সচিব না থাকায় তার পক্ষে অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান আবেদনপত্রটি গ্রহণ করেছেন।
আবেদনে বলা হয়েছে, আয়-ব্যয়ের হিসাব জমা দিতে অন্তত দেড় মাস অর্থাৎ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অতিরিক্ত সময় চেয়েছে বিএনপি।
আবেদন করার শেষে ইসি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের আসাদুল করিম শাহীন বলেন, ‘ইসিতে আমাদের দলের পক্ষ থেকে আইন অনুযায়ী আয়-ব্যয়ের হিসাব জমা দিতে অতিরিক্ত সময় চেয়ে আবেদনপত্র জমা দিয়েছি। তবে সময় বাড়ানো হবে কি না, এ বিষয়ে এখনো কোনো কিছু জানানো হয়নি।’
উল্লেখ্য, গত ১৭ জুন দেশের ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দলকে ৩১ জুলাইয়ের মধ্যে ২০১৪ সালের আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ দিয়েছিল ইসি।
আইন অনুযায়ী, দলগুলোকে প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে বিগত অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হয়। তবে পরপর তিন বছর কোনো দল হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।