খেলা না হওয়ার কারণ জানালেন মুশফিক
ক্রীড়া প্রতিবেদক : ঢাকা টেস্টের চতুর্থ দিন বেলা ১টায় শেরেবাংলা স্টেডিয়াম পর্যবেক্ষণ করলেন আম্পায়াররা। তারা মাঠে পৌঁছার আগেই এক পশলা বৃষ্টি। সেই বৃষ্টিতে ধুয়ে যায় মিরপুর হোম অব ক্রিকেট।
আম্পায়াররা দিনের খেলা পরিত্যক্ত ঘোষণার পরপরই সূর্যের মুখ দেখতে পায় শেরেবাংলা স্টেডিয়াম। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় খেলার সম্ভাবনা জেগে উঠলেও মাঠের আউটফিল্ড ভেজা থাকায় কোনো বল গড়ায়নি।
সোমবার পঞ্চম দিনেও একই অবস্থা। সকাল সোয়া ৯টায় খেলা শুরু হওয়ার কথা। মাঠেও চলে এসেছিল দুই দলই। কিন্তু বেরসিক বৃষ্টির কারণে তখনো মাঠ ভেজা। আর ভেজা মাঠে ‘অনর্থক’ খেলিয়ে ঝুঁকি নিতে চাননি আম্পায়াররা। ফলাফল ম্যাচ ড্র।
ঢাকা টেস্ট শেষে সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিমও একই কথা জানান। খেলা না হওয়ার কারণ প্রসঙ্গে মুশফিকুর রহিম বলেন, ‘আমরা ওয়ার্ম-আপের আগেই শুনতে পাই খেলা পরিত্যক্ত করা হয়েছে। আম্পায়ার, ম্যাচ রেফারি বা ম্যাচ অফিশিয়াল যারা থাকেন- এটা তাদের সিদ্ধান্ত। এটা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা, এর আগে কখনো এমন পরিস্থিতিতে পড়িনি। যেটা জানতে পারলাম, আউটফিল্ড কিছু জায়গায় ভেজা রয়েছে। সূর্য ওঠার পরও মাঠ শুকাতে তিন-চার ঘণ্টা সময় লাগবে বলে জানা গেছে। তারপরও যতক্ষণ খেলা হতো ততক্ষণে ফল হওয়ার কোনো সম্ভাবনা নেই, তা ভেবেই হয়তো তারা (অফিশিয়ালরা) খেলা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। এটা আমাদের হাতে নেই। আমার মনে হয়, দুই দলের কাউকেই এ বিষয়ে জিজ্ঞেসও করা হয়নি।’
চট্টগ্রাম টেস্টে ২২০ ওভার খেলা হলেও ঢাকা টেস্টে মাত্র ৮৮.১ ওভার খেলা হয়েছে। সীমিত ওভারের সিরিজগুলো ঠিকমতো শেষ হলেও টেস্টে বৃষ্টিই ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হলো নিষ্প্রাণ ‘ড্র’য়ে।