বুধবার, ৫ আগস্ট ২০১৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » আবারো ১৫ আগস্ট পরিস্থিতির শঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর
আবারো ১৫ আগস্ট পরিস্থিতির শঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক : সামনে আরো কঠিন সময়। আত্মতৃপ্তির সুযোগ নেই। না হলে আবারো ১৫ আগস্টের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে- এই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত শেখ কামালের ৬৬ তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় তিনি একথা বলেন।
ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে সতর্কবাণী উচ্চারণ করে মোহাম্মদ নাসিম বলেন, আমাদের সামনে কোন সুখের দিন নাই। যদিও আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আছি। কিন্তু আগামী দিনগুলোতে আরো কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা শোককে শক্তিকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অনেক অসাধ্য কাজ করে যাচ্ছেন। তিনি সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে একাত্তরের ঘাতকদের বিচার করেছেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছেন।’
আমাদের মনে রাখতে হবে বঙ্গবন্ধুর কন্যা একাত্তরের খুনিদের বিচার করছেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছেন ও দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
তাই তোমাদের বলবো, দলে সুযোগসন্ধানীদের জায়াগা দিও না। এরা এসে এখন সামনে থাকবে কিন্তু যদি রাসেল স্কয়ারে যেতে হয় তখন থাকবে না।
দল বড় করার কোন দরকার নেই। আমাদের অনেক ত্যাগী-নির্যাতিত নেতাকর্মী আছেন। তা না হলে আবার ১৫ আগস্টের মতো পরিস্থিতির শিকার হতে হবে। আমাদের সবাইকে মনে রাখতে হবে, আমাদের সামনে কোন প্রতিপক্ষ নাই। প্রতিপক্ষ দুর্বল হয়ে গেছে। প্রতিপক্ষ না থাকলে নিজেদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। ১৯৭৫ সালেও এমন হয়েছিল। আর সেই সুযোগ পেয়েছিল মোশতাকের মতো বেঈমান, জিয়াউর রহমানের মতো বেঈমান।
শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা। তার বিকল্প নাই উল্লেখ করে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘এমন কোন কাজ করবেন না যাতে শেখ হাসিনার দুর্নাম হয়। আর সুযোগ সন্ধানীদেরকে দল থেকে বের করে দিতে হবে। আমাদের অনেক নির্যাতিত নেতাকর্মী আছেন। তাহলে কেন আমাদের নতুন লোক নিয়ে আসতে হবে। এদের কোন প্রয়োজন নেই।’
আগামী নির্বাচন প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশ্যে নাসিম বলেন, ‘স্পষ্ট করে বলতে চাই, আমাদের লক্ষ্য পরিষ্কার। ২০১৪ সালের আগেও বলেছি। এখনো বলছি। শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন যথাসময়ে হবে। এতে কোন দ্বিধা নেই। আমরা আগামী নির্বাচনে শেখ হাসিনার অর্জন নিয়ে জনগণের সামনে যাব। আপনারা (বিএনপি) নির্বাচনের জন্য প্রস্তুত হোন। দেখি জনগণ কাকে সমর্থন করে। অনুরোধ করবো নির্বাচনে আসুন। জ্বালাও পোড়াও করে কোন লাভ হবে না।
আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাবেক ছাত্রলীগ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, র. আ. ম. ওবায়দুল মোকতাদির চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নির্মল রঞ্জনগুহ, মতিউর রহমান মতি।
সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ।