বুধবার, ২১ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » » বিদেশীদের নিরাপত্তায় সরকারের পদক্ষেপে সন্তুষ্ট ইইউ
বিদেশীদের নিরাপত্তায় সরকারের পদক্ষেপে সন্তুষ্ট ইইউ
পক্ষকাল ডেস্ক : বিদেশীদের নিরাপত্তায় সরকারের নেওয়া বাড়তি পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় এক বৈঠক শেষে ঢাকায় নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান
রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু গণমাধ্যমকর্মীদের বলেন, ‘দুই বিদেশী হত্যার পর সরকার বিদেশীদের নিরাপত্তায় উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। কূটনীতিক এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি উপস্থিতি আমাদের চোখে পড়েছে। এখন আমরা আগের থেকে আরও বেশি নিরাপদবোধ করছি। নির্বিঘ্নে চলাচল ও বসবাস করতে কোনো সমস্যা হচ্ছে না।’
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে, সামনের মাসে বাংলাদেশ ও ইইউর মধ্যে যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকের প্রাক-প্রস্তুতি হিসেবে মঙ্গলবার পররাষ্ট্র সচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক হয়।