শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১

Daily Pokkhokal
সোমবার, ২৯ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » » দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না : প্রধানমন্ত্রী
প্রথম পাতা » » দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না : প্রধানমন্ত্রী
৩৯৪ বার পঠিত
সোমবার, ২৯ ডিসেম্বর ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না : প্রধানমন্ত্রী

পক্ষকাল ডেস্ক ---: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। আমরা প্রতিটি গ্রামে পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি। দেশের সকল নাগরিকের জন্য মানসম্মত আবাসন এবং আগামী প্রজন্মের বাসযোগ্য নগর ও গ্রাম গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।

রবিবার বাংলাদেশ সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পরিদর্শনকালে কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ভূমির সুষ্ঠু ব্যবহার ও উন্নয়নের মাধ্যমে সুপরিকল্পিত গৃহায়ন এবং নগরায়নের পাশাপাশি সরকারি স্থাপনা নির্মাণ ও রক্ষণাবেক্ষণে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে চলেছে।

শেখ হাসিনা বলেন, দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করে। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়সহ প্রতিটি সেক্টরের উন্নয়নে আত্মনিয়োগ করা হয়। ১৯৯৭ সালে ‘ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্লান (ডিএমডিপি)’ সরকারি গেজেটের মাধ্যমে প্রকাশ করা হয়। ডিএমডিপি’র আওতায় ১৯৯৭ সালেই ঢাকা স্ট্রাকচার প্লান এবং আরবান এরিয়া প্লান প্রণয়ন হয়। গুলশান, বনানী, মানিক মিয়া এভিনিউ এবং মিরপুরে ১ হাজার ২০০টি ফ্লাট নির্মাণ করা হয়- যা ন্যাম ফ্ল্যাট নামে পরিচিত।

অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মন্ত্রণালয় ও অধিদপ্তরসমূহের সার্বিক কর্মকান্ড উপস্থাপন করে বক্তব্য রাখেন।

এ সময় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ, পদস্থ কর্মকর্তাবৃন্দ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, ঢাকা মহানগরীর উন্নয়নে ব্যাপক পদক্ষেপ নেয়া হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, স্থাপত্য ভবন ও ঢাকা নভোথিয়েটার নির্মাণ করা হয়। ঢাকা মেডিকেল কলেজ-২, সরকারি কর্মচারী হাসপাতাল, দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, খুলনায় শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালসহ দেশব্যাপী অসংখ্য অবকাঠামো নির্মাণের কাজ শুরু করা হয়।

শেখ হাসিনা বলেন, আইন লংঘন করে আবাসিক এলাকায় হাসপাতাল নির্মাণ করা হয়েছে-যা স্থানীয় জনগণের জন্য স্বাস্থ্য ঝুঁকির বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিটি হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা থাকতে হবে। আবাসিক এলাকায় কোনো হাসপাতাল ও স্কুল নির্মাণের অনুমতি দেয়া হবে না। তিনি রাজধানীর আবাসিক এলাকাগুলোতে বহুতল ভবন নির্মাণ নিয়ন্ত্রণেরও আহ্বান জানান।

তিনি বলেন, ইতোমধ্যে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ৯টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্প এবং ১ হাজার ৯৬৪টি প্লট উন্নয়নের কাজ শেষ হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ১ হাজার ৭৫৬টি প্লট উন্নয়নের কাজ শেষ করেছে।

প্রধানমন্ত্রী বলেন, রাজধানী ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহর ও বিভিন্ন জেলা, উপজেলা পর্যায়ে এ মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার আওতায় ৩৫টি প্লট উন্নয়ন প্রকল্প এবং ২৯টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের কাজ চলছে। এর অধীনে ৪২ হাজার ৯৭১টি প্লট উন্নয়ন এবং ৩২ হাজার ৮১৬টি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। এ ছাড়া ৩৭ হাজার ৯৫৯ প্লট উন্নয়নের জন্য এ মন্ত্রণালয়ের ২৬টি প্রকল্প এবং ৭২ হাজার ১৯৭টি ফ্ল্যাট নির্মাণের জন্য ১৭টি প্রকল্প অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে।

শেখ হাসিনা বলেন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের জন্য ২০-তলা বাসভবন নির্মাণের কাজ চলছে। ঢাকার আজিমপুর, মতিঝিল সরকারি কলোনি এবং বেইলী রোডে বহুতল আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, পূর্বাচল নতুন শহরে ঊর্ধ্বমুখী সম্প্রসারণের মাধ্যমে ডিপিপি অনুযায়ী ৬২ হাজার ফ্লাট নির্মাণের পরিকল্পনাও আমাদের রয়েছে। আমি আশা করি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষসহ চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, জাতীয গৃহায়ন কর্তৃপক্ষ এবং গণপূর্ত অধিদপ্তর আরো অধিক সংখ্যক প্লট উন্নয়ন ও ফ্লাট নির্মাণের মাধ্যমে আবাসন সমস্যা সমাধানে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।

শেখ হাসিনা বলেন, পঞ্চ-বার্ষিক এবং প্রেক্ষিত পরিকল্পনায় বস্তিবাসী ও নি¤œ আয়ের মানুষের আবাসনকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। বিশ্বব্যাংকের সহায়তায় ৮০ বিলিয়ন ডলার ব্যয়ে প্রো-পুওর স্লান ইন্টিগ্রেশন প্রজেক্ট নামে একটি পাইলট প্রকল্প হাতে নেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, যানজট ও জলাবদ্ধতা নিরসন, সৌন্দর্যবর্ধন ও পয়ঃনিষ্কাশনসহ পরিকল্পিত নগর উন্নয়নে এ মন্ত্রণালয় ব্যাপক ভূমিকা রাখছে। ৪টি লুপসহ কুড়িল ফ্লাইওবার চালু করা হয়েছে। ৩০০ ফুট প্রশ্বস্ত ১৩ কিলোমিটার দীর্ঘ পূর্বাচল লিংক রোড ও বালু নদীর ওপর ব্রিজ নির্মাণ করা হয়েছে। গুলশানে দুটি বেইজমেন্টসহ ১৫-তলা কার পার্কিং-কাম-অফিস ভবন নির্মাণ করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, পূর্ব-পশ্চিম সংযোগ তৈরি এবং ঢাকা মহানগরীর একটি নতুন প্রবেশ পথ সৃষ্টির লক্ষ্যে প্রগতি সরণি থেকে বালু নদী পর্যন্ত মহাসড়ক নির্মাণ করা হয়েছে। তেজগাঁও শিল্প এলাকায় রেল লাইনের ওপর রেলওয়ে ওভারপাস নির্মান করা হয়েছে। শান্তিনগর থেকে মতিঝিল প্রকল্প পর্যন্ত নতুন একটি ফ্লাইওভার নির্মাণের কাজ হাতে নেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বেগুনবাড়ী খাল ও হাতিরঝিল উন্নয়নের ফলে বৃষ্টির পানি সংরক্ষণসহ ঢাকা শহরের জলাবদ্ধতা দূরীকরণ, ড্রেনেজ ও স্যুয়ারেজ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। এ প্রকল্পে মেইন ডাইভারসন স্যুয়ারেজ লাইন ও লোকাল ডাইভারসন স্যুয়ারেজ লাইন নির্মাণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, রাজধানী ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও অন্যান্য নগরীর উন্নয়নকেও প্রাধান্য দেয়া হয়েছে। চট্টগ্রামের যানজট নিরসনে বহদ্দারহাট ফ্লাইওভার, দেওয়ানহাট ওভারপাস, ঢাকা ট্রাংক রোড, কাপাসগোলা রোড, পাঠানটুলি রোড, অক্সিজেন থেকে কোয়াইশ পর্যন্ত সড়কপথ, অলিখাঁ মসজিদ থেকে মুরাদপুর জংশন পর্যন্ত হাটহাজারী রোড, কালুরঘাট থেকে বহদ্দারহ্টা পর্যন্ত আরাকান রোড নির্মাণ করা হয়েছে। এ ছাড়াও চট্টগ্রাম সিটি আউটার রিং রোড, লুপ রোড, মুরাদপুর ২ নম্বর গেইট ও জিইসি জংশনে ফ্লাইওভার নির্মাণের কাজ চলমান রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুরসহ দেশের বড় বড় শহরের উন্নয়নে গত ছয় বছরে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, রাজউকের সকল নথিপত্র ও প্লান সংক্রান্ত কার্যাবলী তথ্য-প্রযুক্তির আওতায় আনার কাজ চলছে। সরকারি আবাসন পরিদপ্তরের অন-লাইন সার্ভিস ব্যবস্থাপনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে একটি অন্যতম সাফল্য। এ মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর-সংস্থা নাগরিক সেবা সম্পর্কিত সকল ই-সেবা কার্যক্রম নিশ্চিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, পরিকল্পিত নগরায়ন ও বিভিন্ন আঞ্চলিক পরিকল্পনাকে আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি। ইতোমধ্যে ঢাকা মহানগরীর ডিটেইল্ড এরিয়া প্লান, সিলেট ও বরিশাল বিভাগীয় শহরের স্ট্রাকচার প্লান, খুলনা মহানগরীর ডিটেইল্ড এরিয়া প্লান প্রণয়ন করা হয়েছে।

খুলনা মহানগরীকে মংলা পর্যন্ত সম্প্রসারণের লক্ষ্যে স্ট্রাকচার প্লান, মাস্টার প্লান ও ডিটেইল্ড এরিয়া প্লান, চট্টগ্রাম মহানগরীর স্ট্রাকচার প্লান এবং ডিটেইল্ড এরিয়া প্লানসহ কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন ও মহেশখালী এলাকার পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, ঢাকার বিদ্যমান ডিটেইল্ড এরিয়া প্লানকে (ড্যাপ) রিভিউ করে আরো বাস্তবসম্মত ও সময়োপযোগী করার লক্ষ্যে ড্যাপ (২০১৬-২০৩৫) প্রণয়নের কার্যক্রম হাতে নেয়া হয়েছে। আমরা পিপিপি’র আওতায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কাজ করছি। শান্তিনগর থেকে ঝিলমিল পর্যন্ত ফ্লাইওবার এবং মিরপুর ৯ নম্বর সেকশনে বহুতল এপার্টমেন্ট নির্মাণ প্রকল্প পিপিপি’র আওতায় বাস্তবায়ন করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি কুয়ালালামপুর সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিশেষ দূত সামী ভেলু আমার সাথে সাক্ষাৎ করতে এলে আমি তাকে ঢাকার নিম্নআয়ের মানুষের জন্য কামরাঙ্গীরচরে বহুতল আবাসন প্রকল্পে বিনিয়োগের আহ্বান জানাই। তিনি তা সাদরে গ্রহণ করেন।

সূত্র: বাসস



এ পাতার আরও খবর

নানা আয়োজনে নববর্ষ বরণের প্রস্তুতি নানা আয়োজনে নববর্ষ বরণের প্রস্তুতি
রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত
পুতিনের বিরুদ্ধে সুরক্ষার জন্য যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরোধকে জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন সুনাক পুতিনের বিরুদ্ধে সুরক্ষার জন্য যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরোধকে জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন সুনাক
মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে  তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত
কনসার্ট হল গণহত্যার সন্দেহভাজনদের আদালতে হাজির, মৃতের সংখ্যা বাড়ছে কনসার্ট হল গণহত্যার সন্দেহভাজনদের আদালতে হাজির, মৃতের সংখ্যা বাড়ছে
গণতান্ত্রিক প্রক্রিয়ায় ‘চীনা হস্তক্ষেপ “নিয়ে নিষেধাজ্ঞার দিকে নজর দেবে যুক্তরাজ্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় ‘চীনা হস্তক্ষেপ “নিয়ে নিষেধাজ্ঞার দিকে নজর দেবে যুক্তরাজ্য
মস্কো হামলার পর ইসলামিক স্টেট নিয়ে যুক্তরাজ্যের ‘একেবারে’ উদ্বিগ্ন হওয়া উচিতঃ হান্ট মস্কো হামলার পর ইসলামিক স্টেট নিয়ে যুক্তরাজ্যের ‘একেবারে’ উদ্বিগ্ন হওয়া উচিতঃ হান্ট
ন্যাটোর মিত্র রাশিয়ার সঙ্গে ‘সরাসরি যুদ্ধ’ বাধাগ্রস্ত করার জন্য মর্মান্তিক সতর্কতা জারি করেছে ন্যাটোর মিত্র রাশিয়ার সঙ্গে ‘সরাসরি যুদ্ধ’ বাধাগ্রস্ত করার জন্য মর্মান্তিক সতর্কতা জারি করেছে
চীনের  গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন চীনের গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন
রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)