একে অন্যকে হাওয়া ভবন ও জামায়াতের দালাল বলছে
প্রকাশ্যে মারামারির পর এবার আওয়ামী ওলামা লীগের বিবদমান দুটি অংশের মধ্যে চলছে তীব্র বাক্যবাণ। একটি অংশ গতকাল বুধবার ঢাকায় এক মানববন্ধনে বলেছে, অপর অংশটি ‘জামায়াত জোটের এজেন্ট’। এরপর অপর অংশ সংবাদ সম্মেলন করে প্রতিপক্ষকে ‘হাওয়া ভবনের দালাল’ আখ্যা দেয়।
দুভাগে বিভক্ত সরকার-সমর্থক আওয়ামী ওলামা লীগের একাংশের নেতৃত্বে ইলিয়াস হোসাইন বিন হেলালী ও আরেকাংশের নেতৃত্বে আছেন মুহম্মদ আখতার হুসাইন বুখারী। হেলালীর নেতৃত্বাধীন পক্ষ গতকাল ২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে অপর পক্ষকে উদ্দেশ করে বলেছে, জামায়াত-শিবির-হেফাজতের সুরে ওলামা লীগ নামধারীরা প্রধানমন্ত্রীর সব অর্জন নস্যাতের ষড়যন্ত্র করছে। ওলামা লীগের ব্যানারে তারা হাওয়া ভবনের দালালদের অর্থায়নে বিএনপি-জামায়াত-হেফাজতের এজেন্ডা বাস্তবায়ন করছে। হিন্দুধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা বন্ধের নামে ১৩ দফা দাবি নিয়ে মাঠে নেমেছে।
একই দিন জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে আখতার হুসাইন বুখারীপক্ষ। সেখানে তাঁরা বলেন, তাঁদের ওপর জঙ্গি হামলা করে হেলালীর পক্ষ প্রমাণ করেছে, তারা জামায়াত জোটের এজেন্ট। তারা রাজনৈতিকভাবে না পেরে জঙ্গি হামলার আশ্রয় নিয়েছে। মানববন্ধন কর্মসূচিতে ইলিয়াস বিন হেলালীকে রাজাকারের ছেলে বলে সম্বোধন করা হয়। এর আগে গত শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করতে গিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় ইলিয়াস বিন হেলালীকে আসামি করে মামলা করে বুখারীপক্ষ। এর আগে ২১ আগস্ট বায়তুল মোকাররম মসজিদ থেকে বের হওয়ার সময় হেলালীর ওপর হামলা হয়েছিল।