পুলিশকে ‘ছুরিকাঘাতের পর’ গুলিতে নিহত
পক্ষকাল ডেস্ক “নিহত হাবিব (৩৮) নয়টি মামলার আসামি। শুক্রবার রাত ১১টার দিকে অভিযানের সময় ফরিদপুর শহরের পূর্বখাবাসপুর (লঞ্চঘাট) এলাকায় নিহত হন তিনি।
পুলিশ জানায়, হাবিবের ছুরিকাঘাতে আহত পুলিশ সদস্য সৈকতকে জেলা শহরের আরোগ্য সদন প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লঞ্চঘাট এলাকায় ডাকাত দলের জড়ো হওয়ার খবরে পুলিশ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ হাবিবকে ঘিরে ফেলে।
“এসময় তাকে গ্রেপ্তার করতে পুলিশ সদস্য সৈকত জড়িয়ে ধরলে হাবিব তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পুলিশ তখন প্রাণ রক্ষার্থে গুলি চালালে হাবিব আহত হয়।”
হাবিবকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আলীমুল ইসলাম বলেন, “তার (হাবিব) মাথায়, পায়ে এবং কানের কাছে গুলির চিহ্ন পাওয়া গেছে।”
হাবিব শহরের লঞ্চঘাট এলাকার মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে। তাকে চিহ্নিত সন্ত্রাসী বলছে পুলিশ।