বুধবার, ২ মার্চ ২০১৬
প্রথম পাতা » » মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ডিসি কার্যালয়ে
মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ডিসি কার্যালয়ে
পক্ষকাল প্রতিবেদক : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দ্বিতীয় ধাপে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের পাশাপাশি জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়েও মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব সামসুল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা মঙ্গলবার জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে।
উপ-সচিব সামসুল আলমদ্য রিপোর্ট টু্য়েন্টিফোর ডটকমকেচিঠি পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন।
ইসি সূত্র জানায়, অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন জমা দানে বাধা দেওয়ার অভিযোগ আমলে নিয়েই কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।
জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানোচিঠিতে বলা হয়েছে, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিধিমালা অনুযায়ী জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাই জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেওয়া হলো। সহকারী রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র গ্রহণ করে তা যথাযথ নিরাপত্তা সহকারে ওই দিনই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে বুঝিয়ে দেবেন।’
বিএনপি অভিযোগ করে আসছে, বিএনপির মনোনীত প্রার্থীদের ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা মনোনয়নপত্র দাখিলে সময় বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। দলটির পক্ষ থেকে সংক্রান্ত লিখিত অভিযোগও নির্বাচন কমিশনে দেওয়া হয়েছে।
এ বিষয়ে গতকাল সোমবার নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহ নেওয়াজ বলেন, ‘কিছু কিছু স্থানে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। আর তাই আমরা নতুন করে চিন্তা করছি, একাধিক জায়গায় মনোনয়নপত্র দাখিল করা যায় কি-না। ইসি সে লক্ষ্যে কাজ কছে।’