বৃহস্পতিবার, ৩ মার্চ ২০১৬
প্রথম পাতা » » নাগরপুরে ১৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
নাগরপুরে ১৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
নাগরপুর টাঙ্গাইলঃ
আগামী ২২ মার্চ অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে জাতীয় পার্টির একজনসহ বিভিন্ন ইউনিয়নের মোট ১৩ জন চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেছেন। বুধবার তারা তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছে। বৃহস্পতিবার দলীয় ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের প্রতীক বরাদ্দ করা হয়েছে। এই রিপোর্ট লিখা পর্যন্ত প্রতীক বরাদ্দ চলছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, প্রথম ধাপে একযুগে ৭৩৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হবে।
প্রথম ধাপে নাগরপুর উপজেলার ১২টি ইউনিয়নে ২২শে মার্চ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলনসহ দলীয় ৩৩ জন ও স্বতন্ত্র ৪৪ জনসহ মোট ৭৭ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র ক্রয় করে জমা দেন। এর মধ্যে যাচাই বাছাই শেষে বেকড়া ইউনিয়নের সাইদুর রহমানের ভোটার তালিকায় নিজ এলাকায় নাম না থাকায় তার মনোনয়ন পত্র বাতিল করা হয়। এছাড়া বাকি ৭৬ জন চেয়ারম্যান প্রার্থীদের তাদের মনোনয়ন পত্র বৈধ হিসেবে গণ্য হয়।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবদুল বাতেন জানান, ২ মার্চ মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে জাতীয় পার্টির একজন, স্বতন্ত্র ১২ জনসহ বিভিন্ন ইউনিয়নের মোট ১৩ জন চেয়ারম্যান প্রার্থী নিজ ইচ্ছায় তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
প্রত্যাহারকৃত চেয়ারম্যান প্রার্থীরা হলেন-সলিমাবাদ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ আমিনুর আশফাকুর রহমান, মোঃ শহীদুল ইসলাম অপু, মোঃ নাছির খান। গয়হাটা ইউনিয়নে মোঃ আবুল কালাম আজাদ, মোঃ রাকিব হোসেন। নাগরপুর ইউনিয়নে জাতীয় পার্টি (লাঙ্গল) লেবু। পাকুটিয়া ইউনিয়নে মোহাম্মদ শামীম খান, মোকনা ইউনিয়নে মোঃ রমজান আলী, ধুবড়িয়া ইউনিয়নে মোঃ আব্দুর হাফেজ (বিলাস), বেকড়া ইউনিয়নে মুহাম্মদ লুত্ফর রহমান, সহবতপুর ইউনিয়নে মোঃ ইকবাল কবির, মোঃ সাদিকুল হক।
জাতীয় পার্টির (লাঙ্গল) লেবু মিয়া একমাত্র দলীয় চেয়ারম্যান প্রার্থী। বাকি ১২জন বিভিন্ন দল থেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।