তারেকের আত্মসমর্পণ: ১৬ মার্চ পর্যন্ত দেখবে হাইকোর্ট
পক্ষকাল ডেস্ক
ঃঅবৈধভাবে অর্থপাচার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান আদালতের আদেশ অনুযায়ী আত্মসমর্পণ করেন কিনা তা আগামী ১৬ মার্চ পর্যন্ত দেখবে হাইকোর্ট। ঐদিন এ বিষয়ে পরবর্তী আদেশ দেয়া হবে। বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি তারেক রহমানের লন্ডনের ঠিকানায় পাঠানো আত্মসমর্পণের সমন পৌঁছেছে কি-না, তা বিচারিক আদালতকে জানাতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। আজ সিএমএম হাইকোর্টকে জানিয়েছেন- প্রথমে তারা হাইকোর্টের আদেশ বোঝেননি। পরে ২৯ ফেব্রুয়ারি আবারো সমন পাঠানো হয়েছে। এ কারণে ন্যায় বিচারের স্বার্থে ১৬ মার্চ পর্যন্ত আদালত দেখবে তারেক রহমান আদেশ পালন করেন কি-না। এরপর ঐদিন পরবর্তী আদেশ দেয়া হবে।
তিনি বলেন, আদালত তারেক রহমানের বিরুদ্ধে নতুন করে সমন জারির নোটিশ পাঠাতে বলেছে। একই সঙ্গে একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিকে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতেও বলেছে। সে অনুযায়ী সমন প্রেরণ ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
২০০৯ সালের ২৬ জুলাই নগরীর ক্যান্টনমেন্ট থানায় দুর্নীতি দমন কমিশন (দুদক) তারেক রহমান ও মামুনের বিরুদ্ধে এই মামলা দায়ের করে। ২০১৩ সালের ১৭ নভেম্বর তারেক রহমানকে বেকসুর খালাস ও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে অর্থ পাচার মামলায় সাত বছরের কারাদন্ড দেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত। পাশাপাশি মামুনকে ৪০ কোটি টাকা জরিমানা এবং পাচারকৃত ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৬১৩ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করারও নির্দেশ দেন আদালত।
রায়ের বিরুদ্ধে ঐ বছরের ৫ ডিসেম্বর আপিল করে দুদক। পরে ২০১৪ সালের ১৯ জানুয়ারি এ আপিল শুনানির জন্য গ্রহণ করে তারেক রহমানকে বিচারিক আদালতে আত্মসমর্পণের আদেশ দেয় হাইকোর্ট। চলতি বছরের ৩ জানুয়ারি দুদক হাইকোর্টে শুনানির জন্য দিন ধার্যের আবেদন করলে ১২ জানুয়ারি তারেকের বিরুদ্ধে সমন নোটিশ করা হয়।