বৃহস্পতিবার, ৩ মার্চ ২০১৬
প্রথম পাতা » ব্যাংক-বীমা » কালিয়াকৈরে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে কোটি টাকা লুট
কালিয়াকৈরে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে কোটি টাকা লুট
ডেস্ক ঃগাজীপুরের কালিয়াকৈরে ডাচ-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাক এটিএম বুথ থেকে কোটি টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাধা দিতে গিয়ে আহত হয়েছেন দুই কর্মচারী। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি।
কালিয়াকৈর থানার ওসি মোতালেব হোসেন জানান, বুধবার রাত তিনটার দিকে শফিপুর হরিনহাটি এলাকায় এপেক্স ফুটওয়্যার কারখানার গেটের সামনে ডাচ বাংলা ব্যাংকের একটি এটিএম বুথে টাকা ঢুকানোর জন্য মানি প্ল্যান নামের একটি প্রতিষ্ঠানের কয়েকজন কর্মচারী মাইক্রোবাসে করে আসে। তারা মাইক্রোবাস থেকে টাকা ভর্তি ট্রাংক নামানোর সময় কয়েকজন দুর্বৃত্ত হামলা করে টাকা ভর্তি ট্রাংক নিয়ে পালিয়ে যায়। এ সময় বাধা দিতে গিয়ে আহত হয় মানি প্ল্যান নামের ঐ প্রতিষ্ঠানের দুই কর্মচারী।
তিনি আরো জানান, এ ব্যাপারে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি তাদের ১ কোটি ৮৪ লাখ টাকা লুট হয়েছে।