বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০১৬
প্রথম পাতা » অর্থনীতি | ব্যাংক-বীমা » চুরির ঘটনা তদন্ত করাই প্রথম কাজ : ফজলে কবির
চুরির ঘটনা তদন্ত করাই প্রথম কাজ : ফজলে কবির
পক্ষকাল প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের চুরির ঘটনায় যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে তা তদন্ত করে খুঁজে বের করাই হবে প্রথম ও প্রধান কাজ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের নুতন গভর্নর ফজলে কবির।
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বৃহস্পতিবার ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।গভর্নর ফজলে কবির বলেন, ‘সম্প্রতি এ বিপর্যয়ের ঘটনায় ইতিমধ্যে তদন্ত কমিশন গঠন করা হয়েছে। তদন্ত কমিশনের রিপোর্ট আসলে ড্যামেজ রিপেয়ার করার দরকার হলে তা করা হবে। এ ছাড়া এ ঘটনার পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে খেয়াল রাখা হবে।প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী এই দুঃসময়ে তার প্রতি যে আস্থা রেখেছেন এবং দায়িত্ব দিয়েছেন তা তিনি নিষ্ঠার সাথেই পালন করবেন।বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার (প্রায় ৮০০ কোটি টাকা) চুরি হওয়ার ঘটনায় গভর্নর আতিউর রহমানের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত হলেন অর্থ বিভাগের সাবেক সিনিয়র সচিব ফজলে কবির।চার বছরের জন্য গভর্নর নিয়োগ দিয়ে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।