মেহেরপুরে বাস চাপায় যুবলীগ কর্মী নিহতের সংখ্যা বেড়ে ৬
মেহেরপুর: মেহেরপুরে স্কুলের পিকনিকের বাসের নিচে চাপা পড়ে শ্যালোচালিত আলগামনে থাকা যুবলীগের আরও দুই কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ জনে।বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মেহেরপুর-মুজিবনগর সড়কের চকশ্যামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন-যুবলীগ কর্মী সোহরাব হোসেন (৩৪), মিঠুন মিয়া (৩০), আনিসুর রহমান (৪০), নিলু খার ছেলে তুফান (৩৫), পটা শেখের ছেলে টুকু (৩২) ও ইউনুস খার ছেলে নজরুল (৩৫)।
প্রথমে পুলিশ ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও পরে ৪ জনের কথা জানা যায়।
পারিবারিক বরাত দিয়ে মুজিবনগরের বাগোয়ান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আয়ূব হোসেন এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী চিকিৎসাধীন দুই যুবলীগ কর্মীর মৃত্যুর খবর নিশ্চিত করেন।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০ টার দিকে নাটোরের এহসান নামের একটি বেসরকারী ক্লিনিকে সোহরাব হোসেন ও রাত সাড়ে ১১ টার দিকে রাজশাহীর পুঠিয়া নামক স্থানে মিঠুন হোসেন মারা যায় বলে জানান তারা।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত রামেক হাসপাতাল থেকে হাসিবুল ইসলাম ও মেছের আলী নামের আরো দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।রাজশাহী ও নাটোরে মারা যাওয়া এ দু’জনের মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে পারিবারিকভাবে জানা গেছে।এদিকে নিহত ৪ জনের মৃতুদেহ মেহেরপুর সদর থানা পুলিশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল কলেজ মর্গে রেখেছে। আগামীকাল শুক্রবার তাদের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম বাংলানিউজকে জানান, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তা হস্তান্তর করা হবে।
মেহেরপুরের পাবনা এলাকা থেকে কৌশিক নামের একটি স্কুল বাস স্কুলের পিকনিক শেষ করে ফেরার পথে সন্ধ্যা ৭টার দিকে মেহেরপুর-মুজিবনগর সড়কের চকশ্যামনগর নামক স্থানে পৌঁছালে বিপরীত থেকে বঙ্গবন্ধুর জন্মদিন উদডযাপন করে আসা একটি যাত্রীবাহী স্যালো ইঞ্জিনচালিত আলগামনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় আলগামনটি চলন্ত বাসের নিচে পিস্ট হলে ঘটনাস্থলেই চালক নিহত হন এবং বাকিরা আহত হন।
এসময় বিক্ষুব্ধ এলাকাবাসি বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ছয় যুবলীগ কর্মী নিহত হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।