দুই মন্ত্রীর পরবর্তী হাজিরা ২৭ মার্চ
পক্ষকাল প্রতিবেদক : মীর কাসেম আলীর যুদ্ধাপরাধ মামলার আপিলের রায় নিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের অবমাননাকর বক্তব্য নিয়ে জারি করা রুলের পরবর্তী শুনানি ২৭ মার্চ নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চ রোববার (২০ মার্চ) এই আদেশ দেন।আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী রবিবার সকালে খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আদালতে হাজির হন। আইনজীবীর মাধ্যমে তারা রুলের জবাব দাখিল করেন।
আপিল বিভাগের কার্যতালিকার এক নম্বরে আদালত অবমাননার এ বিষয়টি শুনানির জন্য রাখা আছে।