সোমবার, ২১ মার্চ ২০১৬
প্রথম পাতা » রাজনীতি » নাশকতার আরেক মামলায় ফখরুলসহ ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
নাশকতার আরেক মামলায় ফখরুলসহ ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
পক্ষকাল ডেস্কঃ রাজধানীর পল্টন থানার নাশকতার এক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই মুমিনুল ইসলাম ঢাকার মূখ্য মহানগর হাকিমের আদালতে রোববার অভিযোগপত্র জমা দিলেও বিষয়টি প্রকাশ পায় সোমবার।অপর আসামিদের মধ্যে রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু মিয়া, আব্দুল আওয়াল মিন্টু, বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু, ছাত্রবিষয়ক সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপি নেতা খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল ও শিমুল বিশ্বাস।
আদালত পুলিশের প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার মিরাশ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এদের মধ্যে বুলুসহ ২০ জনকে পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়েছে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তি কর্মসূচিতে বাধা পেয়ে বিএনপির ডাকা অবরোধ চলাকালে গত বছর ৬ জানুয়ারি বঙ্গবন্ধু স্টেডিয়াম ও রাজউক ভবনের মাঝে যাত্রীদের হত্যার উদ্দেশে বিআরটিসি বাসে আগুন দেয় আসামিরা।
এ ঘটনায় বিআরটিসি বাসের চালক মিল্টন আলী বিশ্বাস বাদী হয়ে পল্টন থানায় ওই মামলা দায়ের করেন।