মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬
প্রথম পাতা » » ব্রাসেলসে বিমানবন্দরে বোমা বিস্ফোরণ
ব্রাসেলসে বিমানবন্দরে বোমা বিস্ফোরণ
ডেস্ক : ব্রাসেলসের জাভেন্টেম বিমানবন্দরে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর বিবিসি।
বেলজিয়ামের গণমাধ্যমের খবরে বলা হয়, বিস্ফোরণে ১০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।
বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবিতে দেখা যায়, টার্মিনাল ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে। তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবিতে দেখা গেছে, মানুষ দৌড়ে পালানোর চেষ্টা করছে।প্যারিস হামলার মূল আসামী সালেহ আব্দেস্লামকে ব্রাসেলস থেকে গ্রেফতারের চারদিনের মাথায় এই বিস্ফোরণের ঘটনা ঘটলো।
স্থানীয় খবরে বলা হয়, বিমানবন্দর থেকে লোকজনদের বের করে নেওয়া হয়েছে। সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। রেল যোগাযোগও বন্ধ করা হয়েছে।বেলজিয়ামের স্বরাষ্ট্রমন্ত্রী জ্যন জাম্বোন সোমবার বেলজিয়াম রেডিওতে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, হামলার ব্যাপারে তারা আগে থেকেই সতর্ক ছিলেন।
বেলজিয়ামের সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রত্যক্ষদর্শীরা বলছে, শেরাটন হোটেলের বিপরীতদিকে বের হওয়ার পথে আহত ও অজ্ঞান অবস্থায় লোকজন আটকা পড়েছে।ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিট ক্যামেরন হামলার নিন্দা জানিয়ে টুইট বার্তায় বলেন, এক্ষেত্রে আমরা আমাদের সাধ্যমতো সহায়তা করবো।