রবিবার, ২৭ মার্চ ২০১৬
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | রাজনীতি » ‘শপথ ভঙ্গকারীরা সাংবিধানিক পদে থাকার অযোগ্য’
‘শপথ ভঙ্গকারীরা সাংবিধানিক পদে থাকার অযোগ্য’
পক্ষকাল ডেস্কঃ সাংবিধানিক পদধারী ব্যক্তি শপথ ভঙ্গ করলে তারা ঐ পদে বহাল থাকার অযোগ্য হয়ে পড়েন বলে মন্তব্য করেছেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী।
আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় দুই মন্ত্রী নিজ পদে বহাল থাকতে পারবেন কি না এমন প্রশ্নের জবাবে ইত্তেফাককে নজরুল ইসলাম চৌধুরী বলেন, সাংবিধানিক পদ যারা ধারণ করেন তাদের শপথ নিতে হয়। আর এই শপথের মূল মন্ত্র হলো ‘আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করব।’ আর এই শপথ যখন ভঙ্গ হয় কিংবা ইচ্ছাকৃতভাবে কেউ যদি এই শপথ ভঙ্গ করে তাহলে তিনি ঐ পদে বহাল থাকার অযোগ্য হয়ে পড়েন।