স্বাধীনতা ও জাতীয় দিবসে আওয়ামীলীগের র্যালী
আব্দুর রহমান : সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগ সাতক্ষীরা জেলা শাখা’র উদ্যোগে বণ্যাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদের সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় সাংসদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী। আমরা তার আদর্শ্যে অনুপ্রানিত হয়ে রাজনীতি করি। তাই আমাদের দল এবং জাতির উন্নয়নে ঐক্যের বিকল্প নেই। বঙ্গবন্ধু আমাদের শিখিয়েছেন আত্বসমালোচনা করতে। তাই সকল ভেদাভেধ ভুলে দল ও জাতির উন্নয়নে ঐক্যবদ্ধ হই। আজকের দিনে এই হোক আমাদের অঙ্গিকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. নজরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ আবু আহমেদ, জেলা শ্রমিক লীগ সভাপতি
ছাইফুল করিম সাবু, উপজেলা সভাপতি এস,এম শওকত হোসেন, পৌরসাধারন সম্পাদক সাহাদাৎ হোসেন, মীর মোশারফ হোসেন মন্টু, কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, যুবলীগের সভাপতি আব্দুল মান্নান,ছাত্রলীগের সভাপতি তানভীর হোসাইন সুজন, পৌর আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক রাশেদুজ্জামান রাশি, সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা এম,এ খালেক, যুগ্ন সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার, এপিপি এ্যাড. তামিম আহমেদ সোহাগ, কাউন্সিলর জ্যোৎ¯œা আরা, মো. আব্দুস সেলিম, জাহাঙ্গির হোসেন কালু, পৌর শ্রমিক লীগের সভাপতি মো. জোহর আলী, শেখ আলমগীর হাসান আলম, আবু আব্দুল্লাহ আবু সাক্কার, জেলা বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি বিকাশ চন্দ্র দাস, জালাল ফকির সহ আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বণ্যাঢ্য র্যালী, আলোচনা সভা ও বঙ্গবন্ধুর ভাষণ প্রচার। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শ্রমিক লীগ নেতা শেখ হারুন উর রশীদ।