বিশ কেজি মাদক পন্য গাজা উদ্ধারঃ আটক এক জন
লালমনিরহাট প্রতিনিধি ঃ
জেলা সদরের গোকুন্ডায় তিস্তা সেতুর টোল ঘরের সামনে অভিযান চালিয়ে করেছে পুলিশ । এবং ট্রাক চালক সবুজ হোসেনকে গ্রেফতার করে । লালমনিরহাট সহকারী সার্কেল পুলিশ সুপার সোহরাওয়ার্দি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তিস্তা সেতু এলাকায় অভিযান চালিয়ে লালমনিরহাট থেকে রংপুরগামী একটি ট্রাক যার নং-ঝিনাইদহ ট-১১-০৪৯৪ সহ চালক সবুজ হোসেন আটক করা হয়। ট্রাকে তল্লাশী চালিয়ে বিশ কেজি মাদক পন্য ভারতীয় গাজা উদ্ধার করা
হয়। এ বাপারে লালমনিরহাট সদর থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২৮ তাং ২৫/০৩/২০১৬ ইং ।