মঙ্গলবার, ২৯ মার্চ ২০১৬
প্রথম পাতা » শিক্ষা ও ক্যারিয়ার » তিন অভিনয় শিল্পীকে চিকিৎসার অনুদান দিলেন প্রধানমন্ত্রী
তিন অভিনয় শিল্পীকে চিকিৎসার অনুদান দিলেন প্রধানমন্ত্রী
অসুস্থ তিনজন অভিনেতা - অভিনেত্রীকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় গণভবনে তাদের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন তিনি ।
_nঅনুদান প্রাপ্তরা হলেন অভিনেত্রী মায়া ঘোষ, অভিনেতা মঞ্জুর হোসেন ও মুক্তিযোদ্ধা চিত্রনায়ক আব্দুস সাত্তার। মায়া ঘোষ কে ৫ লাখ টাকা ও চলাচলের জন্য একটি হুইল চেয়ার, মঞ্জুর হোসেনকে ২০ লাখ টাকা এবং আব্দুস সাত্তারকে ১০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন।
nউল্লেখ্য দেড় বছর আগেও চিত্রনায়ক আব্দুস সাত্তারকে ২০ লাখ টাকার অনুদান দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদপত্রের মাধ্যমে তাদের দুরাবস্থার কথা জানতে পেরে তাদের আর্থিক সহায়তার উদ্যোগ নেন মাননীয় প্রধানমন্ত্রী । প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কিছু সময় কাটান এবং চিকিৎসার খোঁজ খবর নেন । অনুদান প্রাপ্তরা তাদের এই দু:সময়ে সহায়তার হাত বাড়িয়ে দেবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।