ঝিনাইদহের শৈলকুপায় দু’দলের সংঘর্ষে আহত-১২
শামীমুল ইসলাম শামীম,ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বেষ্টপুর গ্রামে জমি দখল ও হাটের
ইজারাকে কেন্দ্র করে সোমবার সকাল ৮টার দিকে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে।আহতরা হলেন, ওই গ্রামের মফিজুর রহমান (৩৪), মনিরুল ইসলাম (২৫), আমিরুল ইসলাম (৩৮) ও মামুনসহ (২১) ১২ জন।এলাকাবাসি সূত্রে জানা যায়, ওই গ্রামে সাত্তার হোসেন ও
বাবলুর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে দু’জনের মধ্যে বাক-বিতন্ডা হয়। একপর্যায়ে ঢাল, সড়কি, লাঠি-সোটা ও গ্রাম্য অস্ত্র-শস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়।স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।