বুধবার, ৩০ মার্চ ২০১৬
প্রথম পাতা » রাজনীতি » ‘শেখ হাসিনাকে বাদ দেয়ার নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে’ : আইনমন্ত্রী
‘শেখ হাসিনাকে বাদ দেয়ার নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে’ : আইনমন্ত্রী
পক্ষকাল ডেস্কঃ দেশকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। মঙ্গলবার বিকেলে রাজধানীতে ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত স্বাধীনতা দিবসের এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭২ সালের ৪ নভেম্বর এই সংবিধান হয়েছিল। আমি খালেদা জিয়াকে তাই বলতে চাই, এই সংবিধান নিয়ে ছিনিমিনি খেলবেন না। খেলে দেখেছেন হাত পুড়েছে, স্বামী মারা গেছে। এগুলো নিয়ে আর ছিনিমিনি খেলবেন না। সংবিধানে যা আছে সেইটা মেনে রাজনীতি করেন না হলে পাকিস্তানে যান। কারণ পাকিস্তানে ১৫ দিন পর পর সংবিধান বদলায়।’
এদিকে, রাজনীতি থেকে শেখ হাসিনাকে বাদ দেয়ার নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
বেগম খালেদা জিয়া তথাকথিত কাউন্সিলে একটি কথা বলেছেন ‘শেখ হাসিনাবিহীন নির্বাচন’ অর্থাৎ তারা বাংলাদেশে আরেকটি ১৫ আগস্ট সৃষ্টি করতে চায়, তারা আবার একটি ২১ আগস্ট সৃষ্টি করতে চায়।’
খাদ্যমন্ত্রী বলেন, ‘সকল ষড়যন্ত্রের বেড়া-জাল ডিঙ্গিয়ে দেশ যখন এগিয়ে যাচ্ছে। তখন তারা নতুন করে ষড়যন্ত্রের ডাল-পালা বিস্তার করছে। তাই আমাদেরকে সজাগ থাকতে হবে। এই অপশক্তির বিরুদ্ধে, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।’