লাহোরে বোমা হামলার ঘটনায় আটক ২ শতাধিক
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে আত্মঘাতী বোমা হামলায় ৭২ জন নিহতের ঘটনায় দুই শতাধিক নাগরিককে আটক করেছে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী।বুধবার দেশটির পাঞ্জাব প্রদেশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রসঙ্গত, গত ২৭ মার্চ লাহোরের গুলশান-ই-ইকবাল উদ্যানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৭২ জন নিহত হন। এছাড়া আহত হয় ৩ শতাধিক। পরে এক বিবৃতিতে ঘটনার দায় স্বীকার করে নেয় পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই তালেবান জামাতুল আহরার।এরপরেই দেশটিতে চিরুনী অভিযান শুরু করে আইন-শৃঙ্খলা বাহিনী। এরই প্রেক্ষিতে গত দুইদিনে কয়েক হাজার পাকিস্তানিকে আটক করা হয়। পরে আটককৃতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর ২ শতাধিক আটক রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে।