যশোর-জামালপুরে নির্বাচনী সংঘর্ষে নিহত ২
পক্ষকাল প্রতিনিধি: যশোর ও জামালপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে সংঘর্ষ ও গুলিতে দুইজন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের ভাতুরিয়া সরকারি প্রাথমিক কেন্দ্রে গুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ও ১০ থেকে ১৫টি গুলিবর্ষণের ঘটনা ঘটে।এছাড়া আজ সকালে জামালপুর জেলার শ্যামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।প্রসঙ্গত, সারাদেশে মোট ৪৭টি উপজেলায় দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে এ নির্বাচন উপলক্ষে বেশ কয়েকটি এলাকায় দফায় দফায় সংঘর্ষ, কেন্দ্র দখল, ভোট বর্জনসহ নানা সহিংসতামূলক ঘটনা ঘটেছে।