বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » শান্তিরক্ষীদের বিরুদ্ধে ‘গুরুতর’ যৌনতার অভিযোগ
শান্তিরক্ষীদের বিরুদ্ধে ‘গুরুতর’ যৌনতার অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে জাতিসংঘের শান্তিরক্ষীদের ‘গুরুতর অস্বস্তিকর’ যৌন নিপীড়নের অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে। সংস্থাটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে এই কথা।গত বছর মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের ১০টি শান্তিরক্ষী মিশনের মধ্যে ৬৯ টি শিশু ধর্ষণসহ বিভিন্ন ধরণের যৌন অপরাধের অভিযোগ উঠেছে। তবে সবচেয়ে ভয়ংকর অভিযোগটি তুলেছে এইডস ফ্রি ওয়ার্ল্ড। তারা জানিয়েছে, এক শান্তিরক্ষী সেনা চারজন মেয়েকে কুকুরের সঙ্গে সঙ্গম করতে বাধ্য করেছে। সংস্থাটি জানিয়েছে ২০১৪ সালের ওই ঘটনার পেছনে রয়েছে ফরাসি সেনাবাহিনীর একজন কমান্ডার। এই বিষয়ক অভিযোগও জাতিসংঘের কাছে দাখিল করা হয়েছে বলে জানিয়েছে।
জাতিসংঘ জানিয়েছে তারা এই অভিযোগে ভুক্তভোগীর সংখ্যা ও নির্যাতনের ধরণ সম্পর্কে আরো খতিয়ে দেখছে। জানা গেছে ওই ঘটনার পরে প্রতেক্যটি মেয়েকে স্থানীয় মূদ্রায় ৫ হাজার ফ্রাঙ্ক দেয়া হয় যা সাড়ে ৮ ডলার বা ৬ ইউরোর সমান। একটি মেয়ে অজানা কারণে মারা যায়।
যৌন নিপীড়নের অন্যান্য অভিযোগ গুলো রয়েছে, ফ্রান্স, গ্যাবন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ও কঙ্গো সেনাবাহিনীর শান্তিরক্ষীদের বিরুদ্ধে। ২০১৪ সালে সাম্প্রদায়িক দ্বন্দ্বের কারণে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট এর পতন হওয়ার পরে দেশটিকে শৃঙ্খলা ফিরিয়ে আনতে শান্তিরক্ষীদের প্রেরণ করা হয়। বিবিসি।