বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » অভিজিত হত্যায় শনাক্ত সাতজনকে শিগগিরই গ্রেফতার
অভিজিত হত্যায় শনাক্ত সাতজনকে শিগগিরই গ্রেফতার
পক্ষকাল ডেস্কঃ মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিত রায় হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দুইজনসহ মোট সাতজনকে শনাক্ত করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শিগগিরই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম।
বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, এঘটনার সঙ্গে দুজন সরাসরি জড়িত ছিল। এপর্যন্ত ৮ জনকে সন্দেহভাজনভাবে গ্রেফতার দেখানো হয়েছে। আশা করি বাকীদের দ্রুততম সময়ে গ্রেফতার করা হবে।
অভিজিৎ হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-এফবিআই ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামতসমূহ পরীক্ষা করে বাংলাদেশ সরকারকে বিনামূল্যে এর রিপোর্ট প্রদান করবে বলে জানিয়েছিল। তবে একবছরেও সেই এই রিপোর্ট পাওয়া যায়নি বলে জানান মনিরুল ইসলাম।
এর আগে ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার পর টিএসসির সামনে অভিজিতকে কুপিয়ে হত্যা করে দুর্বিত্তরা।