শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১

Daily Pokkhokal
সোমবার, ২৯ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » বিনোদন » বিজয়ের মাসে ‘স্বাধীনতা তোমাকে নিয়ে’
প্রথম পাতা » বিনোদন » বিজয়ের মাসে ‘স্বাধীনতা তোমাকে নিয়ে’
১০৭২ বার পঠিত
সোমবার, ২৯ ডিসেম্বর ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিজয়ের মাসে ‘স্বাধীনতা তোমাকে নিয়ে’

---
পক্ষকাল প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে সম্প্রতি প্রকাশিত হয়েছে দেশাত্ববোধক গানের মিশ্র অডিও অ্যালবাম ‘স্বাধীনতা তোমাকে নিয়ে’। অ্যালবামটির গানে কণ্ঠ দিয়েছেন শাহনাজ রহমাতউল্লাহ্, খায়রুল আনাম শাকিল, সাদী মহম্মদ, লাকী আখন্দ, সুবীর নন্দী, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, মহিউজ্জামান চৌধুরী ময়না, মানাম আহমেদ, এস.আই.টুটুল, সামিনা চৌধুরী, পঞ্চম, ঝুমা খন্দকার ও শারমিন সাথী।

অ্যালবামটিতে গানের কথা লিখেছেন- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুল ইসলাম, ড. মনিরুজ্জামান, গোলাম মোর্শেদ, নঈম গওহর, কাওসার আহমেদ চৌধুরী, আবু ওমরাহ মোহাম্মদ ফখরুদ্দীন, কবি আজিজুর রহমান, মাহফুজুর রহমান মাফু। গানগুলোর সুর করেছেন- লাকী আখন্দ, আলাউদ্দিন আলী, ধীর আলী মিঞা ও নিপো।

সর্বমোট ১৪টি গান দিয়ে এই অ্যালবামটিতে সাজানো হয়েছে। অ্যালবামটি বাজারে এনেছে প্রযোজনা ও পরিবশনা প্রতিষ্ঠান লেজার ভিশন।

লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম জানান, দেশের গানের এই অ্যালবামটিতে দেশের কয়েকজন প্রতিথযশা কণ্ঠশিল্পী গান গেয়েছেন। সবাই অত্যন্ত আন্তরিকতার সহিত দেশের গানগুলেতে কন্ঠ দিয়েছেন। আশাকরি গানগুলো দর্শক-শ্রোতাদের মুগ্ধ করবে।

অ্যালবামটির উল্লেখযোগ্য কয়েকটি গান হলো- ‘একি অপরূপ রূপে মা তোমার, ‘আমি ভালবাসি এই বাংলাকে, ‘জন্ম আমার ধন্য হলো’, ‘ও আমার বাংলা মা তোর’, ‘ও আমার দেশের মাটি’, ‘স্বাধীনতা তোমাকে নিয়ে’, ‘আমার সোনার বাংলা’ ইত্যাদি।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)