সোমবার, ৪ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ » মেট্রোরেলের মূল নির্মাণ কাজের এ মাসেই উদ্বোধন
মেট্রোরেলের মূল নির্মাণ কাজের এ মাসেই উদ্বোধন
পক্ষকা-ল প্রতিবেদক: বাড়ছে মেট্রোরেল ছয় এর দৈর্ঘ্য। কৌশলগত পরিবহন পরিকল্পনা এসটিপির সংশোধনীতে এর দৈর্ঘ্য তিন দিকে বাড়িয়ে ৪১ কিলোমিটার করার প্রস্তাব করা হয়েছে। ডিটিসিএ জানিয়েছে এই অংশের জন্য হাতে নেয়া হচ্ছে আলাদা প্রকল্প।এরই মধ্যে শেষ হয়েছে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রেলপথের সব ধরণের জরিপ কাজ। এপ্রিলের শেষে প্রধানমন্ত্রী মেট্রো ছয় এর মূল নির্মাণ কাজের উদ্বোধন করবেন বলে জানিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ।স্ট্র্যাটিজিক ট্রান্সপোর্ট প্লান এসটিপির অধীনে ২০১২ সালে একনেকে অনুমোদিত হয় মেট্রো ছয় প্রকল্পটি। ২০১৯ সালে উত্তরা থেকে আগারগাঁও এবং ২০২০ সালে মতিঝিল পর্যন্ত যাত্রি পরিবহন করার টার্গেটে ২২ হাজার কোটি টাকার এ প্রকল্পের কাজ করছে জাইকা।
উত্তরা ৩য় পর্বের এই স্থানটিতে নির্মাণ করা হবে মেট্রোরেলের একটি ডিপো ও একটি কারখানা।
২০১৩ সালে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এরই মধ্যে শেষ হয়েছে বিশ দশমিক এক কিলোমিটার উড়াল রেলপথের সবধরনের জরিপ কাজ। শিগগিরই মাননীয় প্রধানমন্ত্রী এই প্রকল্পের মূল নির্মাণকাজের উদ্বোধন করবেন বলে জানিয়েছে ডিটিসিএ’র নির্বাহী পরিচালক কায়কোবাদ হোসেন।
এদিকে এসটিপির সংশোধনীতে উত্তরা থেকে গাজীপুর,উত্তরা থেকে আশুলিয়া এবং মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত দৈর্ঘ্য বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে।
মেট্রো ৬-এর প্রকল্প পরিচালক মোফাজ্জল হোসেন বলেন, এটি চালু হলে খুবই ভালো হবে। এর মাধ্যমে রাজধানীর বিপুল জনগোষ্ঠী দ্রুত যাতায়াত করতে পারবেন।
এরই মধ্যে ডিপো নির্মাণ চুক্তি ও ১৬ টি স্টেশনের নকশা চূড়ান্ত হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে উত্তরা থেকে মতিঝিল যেতে সময় লাগবে মাত্র ৩৮ মিনিট।