পুরান ঢাকার মসজিদে মুয়াজ্জিন খুন
পক্ষকাল প্রতিবেদক
পুরান ঢাকার ইসলামপুরের একটি মসজিদের ভেতর মুয়াজ্জিনকে ছুরি মেরে হত্যা করা হয়েছে।
নিহত বিল্লাল হোসেন (৫৭) গত বিশ বছর ধরে ওই এলাকার জব্বুখান জামে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন।সোমবার ভোরে মসজিদের দোতলা ও তিনতলার মাঝের সিঁড়ি থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।বংশাল থানার পরিদর্শক (অপারেশন) মো. মওদুদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার বুকে তিনটি এবং পিঠ ও হাতে একটি করে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ফজরের নামাজের সময় ইমাম নামাজ পড়াতে এসে সিঁড়িতে লাশ দেখে থানায় খবর দেন।”
মসজিদের তৃতীয় তলার একটি কক্ষে থাকতেন মুয়াজ্জিন বিল্লাল। তার ঘর তালা দেওয়া অবস্থায় পাওয়া গেছে। পরিদর্শক মওদুদ বলেন, “বিল্লালের লাশ শক্ত হয়ে গেছে। মধ্য রাতে ঘরে ঢোকার আগেই তাকে খুন করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা।”তবে কারা কী কারণে মুয়াজ্জিনকে হত্যা করে থাকতে পারে, সে বিষয়ে পুলিশকে কোনো তথ্য দিকে পারেননি মসজিদের কেউ।বিল্লালের লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেলের মর্গে রাখা হয়েছে।