নির্বাচন কমিশনের শুনানিতে ইনু-শিরিন
পক্ষকাল প্রতিবেদকঃ গত ১২ মার্চ জাতীয় সম্মেলনকে ঘিরে দুই ভাগ হয় জাসদ। হাসানুল হক ইনু ও শিরীন আখতারের কমিটির পাশাপাশি কার্যকরী সভাপতি মঈনুদ্দীন খান বাদল, শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধানের আলাদা কমিটি ঘোষণার মধ্য দিয়ে এ বিভক্তি চূড়ান্ত হয়।সকাল ১১ টায় তথ্য মন্ত্রি ু জাসদ সভাপতি হাসানুল ইনু এবং সাধারন সম্পাদক শিরিন আক্তারের নেতৃতে ৫ জন কেন্দ্রিয় নেতা ইসির শুনানিতে অংশ গ্রহণ করেন
শুনানি শেষে হাসানুল হোক সাংবাদিকদের বলেন আমরা আমাদের সব কিছু কমিশন কে জানিয়েছি । নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন।