নাজিম হত্যার দায় স্বীকার আল-কায়েদার!
পক্ষকাল প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ও অনলাইন অ্যাক্টিভিস্ট নাজিমুদ্দিন হত্যাকাণ্ডের দায় আল-কায়েদাসংশ্লিষ্ট একটি গোষ্ঠী স্বীকার করেছে। শুক্রবার রাতে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা সাইট ইন্টিলিজেন্স গ্রুপ এ তথ্য জানিয়েছে।নাজিমুদ্দিনকে বুধবার রাত ৯টার দিকে সূত্রাপুরের একরামপুরে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সাইট ইন্টেলিজেন্স গ্রুপের ওয়েবসাইটে বলা হয়, ‘ভারতীয় উপমহাদেশে আল-কায়েদার (একিউআইএস) বাংলাদেশ শাখা আনসার আল ইসলাম ব্লগার নাজিমুদ্দিন সামাদকে রাজধানী ঢাকায় হত্যার দায় স্বীকার করেছে। ‘এদিকে এ ঘটনায় জড়িতদের এখনও চিহ্নিত করতে পারেনি পুলিশ। তবে হত্যাকাণ্ডের ধরন দেখে এর পেছনে জঙ্গি তৎপরতা থাকতে পারে বলে ধারনা করছে পুলিশ।