মঙ্গলবার, ১২ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ঐক্যের প্রয়াসের মধ্যে বিভক্তির পদক্ষেপ দুঃখজনক: ইনু
ঐক্যের প্রয়াসের মধ্যে বিভক্তির পদক্ষেপ দুঃখজনক: ইনু
পক্ষকাল ডেস্কঃ
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, ‘দলের নির্বাচনী কাউন্সিল অধিবেশন চলাকালীন সময়ে কিছু গুরুত্বপূর্ণ নেতাদের বেরিয়ে যাওয়া দুঃখজনক’। তিনি বলেন, ‘আমিসহ জাসদ পরিবারের প্রতিটি সদস্যই আশা করেছিল, যারা বেরিয়ে গিয়ে বিভক্তির পথে পা দিয়েছেন, তারা জাসদ পরিবারের ঐক্যের আকাংখাকে আন্তরিকভাবে ধারণ করে বিভক্তির অবসানে বাস্তবসম্মত পদক্ষেপ নেবেন। কিন্তু ঐক্যের প্রয়াসের মধ্যেও দুঃখজনকভাবে, প্রথম দিন থেকেই তারা এমন সব বক্তব্য-বিবৃতি প্রদান এবং পৃথক দল গঠনের জন্য এমন সব কর্মকান্ড করছেন, যা বিভক্তির অবসানের চরম পরিপন্থী।’ তিনি বলেন, ‘বিভিন্ন ধরনের সমঝোতার উদ্যোগ গ্রহণকারীদের অনুরোধে যখন আমিসহ নেতৃবৃন্দ বেরিয়ে যাওয়া ব্যক্তিদের নিয়ে বক্তব্য বিবৃতি প্রদান থেকে বিরত থেকে নিরবতা পালন করছি, তখন তারা প্রতিদিনই নানাভাবে বক্তব্য-বিবৃতি দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার ও চরিত্রহনন করেই চলেছেন।’ জনাব ইনু বলেন, ‘তারপরও আমি আশা করি, তারা ঐক্য বিরেধী বক্তব্য-বিবৃতি প্রদান এবং পৃথক দল গঠনের কর্মকান্ড বন্ধ করে বিভক্তির অবসানে আন্তরিক ও বাস্তবসম্মত পদক্ষেপ নেবেন।’ জনাব ইনু আজ সোমবার সন্ধ্যা ৫ টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাসদের বর্ষবরণের প্রস্তুতি সভায় দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে এ বক্তব্য রাখেন। ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, স্থায়ী কমিটির সদস্য ড. আনোয়ার হোসেন, সহ-সভাপতি ইকবাল হোসেন খান, এড. হাবিবুর রহমান শওকত, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, জাসদের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, নইমুল আহসান জুয়েল, শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, ঢাকা মহানগর উত্তর জাসদের সভাপতি শফি উদ্দিন মোল্লা, ঢাকা মহানগর পূর্ব জাসদের সভাপতি মোঃ শহীদুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি হাজী ইদ্রিস ব্যাপারী প্রমূখ।
সভায় ১লা বৈশাখ ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাসদ পরিবারের সদস্যদের নিয়ে প্রীতিসম্মিলনী সফল করার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।