শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » » ভূমিকম্পে কেঁপে উঠল গোটা দেশ
প্রথম পাতা » » ভূমিকম্পে কেঁপে উঠল গোটা দেশ
২৪১ বার পঠিত
বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভূমিকম্পে কেঁপে উঠল গোটা দেশ

---পক্ষকাল ডেস্কঃ বুধবার রাত ৭ টা ৫৫ মিনিটে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ গোটা দেশ। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৯।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাওলাইক থেকে ৭৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
সংস্থাটি জানায়, ইন্ডিয়া-ইউরোশিয়া প্লেটের ঘর্ষণে এ ভূমিকম্প উৎপন্ন হয়। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১৩৪ কিলোমিটার গভীরে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, মিয়ানমারে রিখটার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।এছাড়া বাংলাদেশের আবহাওয়া অধিদফতরের পরিচালক শামসুদ্দিন আহমেদ জানান, উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২।

বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ৪২০ কিলোমিটার পূর্ব দিকে মিয়ানমারে ছিল এ ভূমিকম্পের উৎপত্তিস্থল।

মিয়ানমারের নিকটবর্তী হওয়ায় বাংলাদেশের চট্টগ্রাম এবং কুমিল্লা অঞ্চলে এ ভূমিকম্প বেশি অনুভূত হয়।

শক্তিশালী এ ভূমিকম্পে ঢাকার ভবনগুলো দুলতে থাকে। এ সময় আতংকিত লোকজন বাসাবাড়ি ও বিভিন্ন ভবন থেকে রাস্তায় বেরিয়ে আসে। উদ্বিগ্ন অনেককেই মোবাইলফোনে আত্মীয়-স্বজনদের খোঁজ-খবর নিতে দেখা যায়।

ভূমিকম্পে আতংকিত হয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে রাজধানীর মগবাজার এলাকায় একটি মাদ্রাসার কয়েকজন ছাত্র আহত হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

সাটুরিয়া (মানিকগঞ্জ): ভূমিকম্পের প্রভাবে দ্রুতগতিতে চলন্ত যাত্রীবাহী বাস ও ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে প্রায় অর্ধশত যাত্রী দুর্ঘটনার শিকার হয়ে মারাত্মক আহত হন। এর মধ্যে দুইজন নারী ও একজন যুবকের অবস্থা আশংকাজনক।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাটুরিয়া উপজেলার সেকেন্ড গোলডায় এ দুর্ঘটনা ঘটে। এ কারণে ব্যস্ততম মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে দুর্ঘটনাস্থলের উভয় পাশে কমপক্ষে ৫ কিলোমিটার এলাকা যানজট সৃষ্টি হয়।
ভালুকা (ময়মনসিংহ): ভালুকা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভূমিকম্পের খবর পাওয়া গেছে। এতে দুইজন আহত হলেও ব্যাপক ক্ষয়ক্ষতির কোনো সংবাদ পাওয়া যায়নি।
সিলেট: প্রচণ্ড ভূমিকম্পে আতংকিত হয়ে উঠেন নগরবাসী। তারা বাসাবাড়ি, মার্কেট থেকে বেরিয়ে খোলা স্থানে আশ্রয় নেন। তবে তাৎক্ষণিক কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
চট্টগ্রাম: বন্দরনগরী চট্টগ্রামেও তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া না গেলেও নগরীর বিভিন্ন স্থানে ছয়টি ভবন সামান্য হেলে পড়েছে বলে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা জানিয়েছেন। এ সময় আতংকে নগরীর বহুতল ভবনের বাসিন্দারা নিচে খোলা জায়গায় নেমে আসেন।
নওগাঁ: বুধবার রাত ৮টায় নওগাঁ অঞ্চলে ভূমিকম্প অনুভ‚ত হয়েছে। ১ মিনিটের মধ্যে পরপর দু’বার ঝাঁকুনি দিয়ে কেঁপে ওঠে। তবে জেলার কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।মনপুরা (ভোলা): মনপুরায় প্রচণ্ড ভূকম্পন অনুভূত হয়। বুধবার রাত ৮টায় এ কম্পন অনুভূত হয়। প্রায় ২-৩ সেকেন্ড এ কম্পন অনুভূত হয়। হাজিরহাট বাজারের অনেক পাকা ভবনের ফাটল দেখা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শিবগঞ্জ: শিবগঞ্জে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আতংকে শিবগঞ্জের হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন।
মেহেরপুর: বুধবার রাত ৮টায় কয়েক সেকেন্ডের ব্যবধানে দু’বার ভূ-কম্পন অনুভূত হয়েছে। দু’দফায় ১৫ সেকেন্ড ভূকম্পন স্থায়ী ছিল। তবে কোনো ক্ষয়ক্ষতি বা আহত-নিহতের খবর পাওয়া যায়নি।
বড়লেখা (মৌলভীবাজার): উপজেলার প্রতিটি এলাকায় ভূকম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
এছাড়া নাটোর, ফরিদপুর, শেরপুর, হবিগঞ্জের মাধবপুর, সাতক্ষীরা, রংপুরের তারাগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জের বাজিতপুর, চুয়াডাঙ্গার জীবননগরসহ অনেক স্থানে ভূকম্পন অনুভূত হয়।পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল ও পাকিস্তানেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে।



এ পাতার আরও খবর

নানা আয়োজনে নববর্ষ বরণের প্রস্তুতি নানা আয়োজনে নববর্ষ বরণের প্রস্তুতি
রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত
পুতিনের বিরুদ্ধে সুরক্ষার জন্য যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরোধকে জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন সুনাক পুতিনের বিরুদ্ধে সুরক্ষার জন্য যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরোধকে জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন সুনাক
মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে  তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত
কনসার্ট হল গণহত্যার সন্দেহভাজনদের আদালতে হাজির, মৃতের সংখ্যা বাড়ছে কনসার্ট হল গণহত্যার সন্দেহভাজনদের আদালতে হাজির, মৃতের সংখ্যা বাড়ছে
গণতান্ত্রিক প্রক্রিয়ায় ‘চীনা হস্তক্ষেপ “নিয়ে নিষেধাজ্ঞার দিকে নজর দেবে যুক্তরাজ্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় ‘চীনা হস্তক্ষেপ “নিয়ে নিষেধাজ্ঞার দিকে নজর দেবে যুক্তরাজ্য
মস্কো হামলার পর ইসলামিক স্টেট নিয়ে যুক্তরাজ্যের ‘একেবারে’ উদ্বিগ্ন হওয়া উচিতঃ হান্ট মস্কো হামলার পর ইসলামিক স্টেট নিয়ে যুক্তরাজ্যের ‘একেবারে’ উদ্বিগ্ন হওয়া উচিতঃ হান্ট
ন্যাটোর মিত্র রাশিয়ার সঙ্গে ‘সরাসরি যুদ্ধ’ বাধাগ্রস্ত করার জন্য মর্মান্তিক সতর্কতা জারি করেছে ন্যাটোর মিত্র রাশিয়ার সঙ্গে ‘সরাসরি যুদ্ধ’ বাধাগ্রস্ত করার জন্য মর্মান্তিক সতর্কতা জারি করেছে
চীনের  গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন চীনের গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন
রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)